কবিতার পাতা ডট কম September 27, 2025

তোমাকে খুঁজে বেড়াই -মোঃ আবু তাহের মিয়া ∞∞∞∞∞∞∞∞ প্রভু তোমার প্রেমে আঁকতে চাই এই অধমের জীবন , তোমার কছে ভালোবাসা খুঁজি কারণ,তুমিই যে একমাত্র আপন। মনের হাসিতে উজ্জ্বল হয় বদন পেলে তোমার রহমত, ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠে দূর হলে মোর মসিবত। মনের কষ্টে ধৈর্যহারা হই ,তবুও তোমাকে খুঁজে বেড়াই, অগোছালো জীবনের ভাবনায় তোমার নামেই […]

কবিতার পাতা ডট কম September 27, 2025

আনন্দধারা -বিজয়া মিশ্র ∼∼∼∼∼∼∼∼∼ প্রভাতের রবি ছড়ায় স্নিগ্ধ আলো কাশের বনে নরম আলোর দ্যুতি শিউলি,শাপলা,পদ্ম,শেফালিকায় মাতৃবরণে প্রকৃতির প্রস্তুতি। মাঠে কী অপূর্ব সবুজের কল্লোল আমন এখন আহ্লাদি শিশুকন্যা, দুলে দুলে হাসে মায়ের কোলে যেমন তেমনই সারা মাঠ মাতৃস্নেহে পূর্ণা। প্রভাতী আলোয় উঠোনের স্থলপদ্ম স্বেতাম্বরী রূপে খুশি মাতোয়ারা, ধীরে বেলা বাড়তেই দেখি গোলাপী কোন সে জাদুতে হয়েছে […]

কবিতার পাতা ডট কম September 27, 2025

বাঙালি ও ঈশ্বরচন্দ্র -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞∞ বাঙালির প্রতীক তুমি মানবিকতাবাদী , বজ্র কঠিন চরিত্র তোমার তবু ভীষণ দরদী । অসুস্থ, পীড়িত, অসহায়দের তুমি দিয়েছো সেবা, তোমার কাজে অধিক মর্যাদা পেয়েছে যারা বিধবা। গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের ঘোর প্রতিবাদী তুমি ছিলে, বাল্যবিবাহের মত কুপ্রথা তো তুমিই রুখে দিলে । গর্জে উঠেছিলে তুমি যে কোন অন্যায়ের বিরুদ্ধে, […]

কবিতার পাতা ডট কম September 27, 2025

আদরের কফি -অসিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼ কফির বায়না হবে কি পূরণ আমার সেলফি প্রচার হবে, কি হবে আমার টাকা পয়সা একটুখানি মান সম্মান দেবে। ভালোবাসা আছে আমার মধ্যে যারা আমায় করে কদর, ঘৃণায় যায় না মুখ ঘুরিয়ে তারা আমার পায় আদর। ভালো মন্দের বিচার নাই কালো বা ফর্সা হোক যতই, সুন্দর না কুৎসিত বুঝিনা আদরে আদর […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

আলো এখন হাতের মুঠোয় -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ যে দিন ইট ভাঙতে শিখেছি পাথর, ঢেউ, ঝড় দাঁড়াতে শিখেছি সেদিন। যে দিন হাসি ভুলে গেছি সেদিন চিনেছি আলো। হাসি ভুলে আলো চিনেছি হাসছি জীবনভর। জলে ডুবেছি যে দিন লাশ হয়ে ভেসেছি সাঁতার শিখেছি সেদিন। বিন্দু চিনেছি যে দিন অস্তিত্ব চিনেছি। হাসি পালিয়ে গেছে ভয়ে, আজ […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

জ্বর -মীনা কুণ্ডু ≈≈≈≈≈≈≈≈ মনের কোণে জমেছে লুকানো স্বপ্নের জ্বর ধুঁকছে অজস্র রঙিন স্বপ্ন গুচ্ছের খেলাঘর । নিত্য দিনের স্বপ্ন গুলো ঘুমিয়ে কেঁদে মরে বিনিদ্র রজনী জাগার ফলে চোখে কালি পড়ে। না বলা বেদনার ডালি সাজিয়ে রাখার ঘর হা হুতাশে ভরা প্রাণের কথায় আসে স্বপ্নের জ্বর । সোজা সাপটা বুলি তোলপাড় পিঠের শিরদাঁড়ায় জীবনের গুরুত্বটা […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

অতীত অভ্যাস -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼ রোজ বিকালে বন্ধুর বাড়ির গণ্ডীতে, গোলাপ হাতে নিয়ে, খুঁজি তাকে উঁকিতে। যদি জানালায় আসে সে । আসবেনা জানি সেতো নেই এ বাড়ি, চলে গেছে অন্য ঘরে, জানতে চাও কেন তার বাড়ির কিনারে। অতীত অভ্যাস পারি না দিয়েও আড়ি। প্রতি সকালে দাঁড়িয়ে থাকি, চিরকুট নিয়ে রাস্তার মোড়ে, গাই তার […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

হবে গো আমার হবে -সিরাজুল ইসলাম মোল্লা ∞∞∞∞∞∞∞∞ দেখেছি স্বপনে এসেছো মিলনে হবে গো তুমি আমার হবে, সেই প্রথম দর্শনে রেখেছি যতনে আমার করে আমার ভবে। আজও দাঁড়িয়ে তব পানে চেয়ে দু’হাত ধরে ভাবাবেগ ছোটে, অপলক চোখে গুচ্ছ স্বপ্ন আঁকে ভালোবাসারই ফুল ফোটে। কুড়িয়েছি মালা সাজিয়েছি ডালা তুমি আসবে বলে প্রেমালয়ে, প্রতীক্ষার অন্তরে ভাবনার প্রহরে […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

নিও বুঝে -রীনা ∼∼∼∼∼∼∼ প্রখর উত্তাপে যখন উত্তপ্ত হয় হৃদয়ে জমিন মেঘ হয়ে, সিক্ত করে যেও সীমাহীন। অমাবস্যার ঘোর অন্ধকারে যদি,,, জীবনটা আচ্ছন্ন হয়ে যায় তবে ,শান্তির গান শুনিয়ে দিও যদি,বা হাঁটতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে নেই হাতটা ধরে, সামনে এগুতে সহায়তা করো ভগ্ন এ হৃদয়ের মনোবল টা বাড়িয়ে দিও। নতুন করে বেঁচে […]

কবিতার পাতা ডট কম September 25, 2025

বটের ছায়া  রেজভী আতাউল্লাহ ∞∞∞∞∞∞∞∞ কৃষক মাঠে ভর দুপুরে ক্লান্ত হয়ে শেষে, পথের ধারে বটের ছায়ায় জিরোই একটু এসে। রাখাল ছেলে গরু-মহিষ চরায় ঘাসের মাঠে, বাজায় বাঁশি মধুর সুরে বটতলার ওই ঘাটে। ক্লান্ত পথিক শান্ত হতে বসে বটের ছায়া, প্রাণটা জুড়ায় মনটা ভরে বাড়ে মনে মায়া। বকশি পাড়ায় নকশিকাঁথায় আঁকা বটের ছবি, বটের ছায়ায় হিমেল […]