নজরুল স্মরণে -অমরনাথ ঘোষাল ∞∞∞∞∞∞∞∞ ভাষার সৃজন, মনো রঞ্জন, মাতৃভাষা হৃদয়ে গাঁথা, বঙ্গ মাতার , বেদনা সবার, বাংলায় বোঝে বঙ্গ ব্যথা। রণতরী বাঁধে, রণজয় সাধে, রণবীর বাজাও, রণ দামামা, জ্ঞানপ্রদীপে, জ্ঞানালোক দীপে, লুটায়ে পড়েছে হীন তর্জমা। সাধনা সাধ্যে, নিজের মধ্যে, নজরুল আছে সবার স্মরণে, বিকশিত মন, করে আলাপন, জীবন ধারণে অথবা মরণে! নাহি ভেদাভেদ, আত্মা […]