জীবন যন্ত্রণা/বিলাপ -বিনয় জানা ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ বাস করে পিঠোপিঠি এক, দুই, তিন, চার গেছে সেই কবে সব ফেলে রেখে, বলে গেছে-“ফিরবে না আর কোনো দিন”! বিনা দোষে সাজা, পাষাণ চেপেছে বুকে! তালি মারা সংসারে কেউ নেই সুখে, ঘরের ভিতরে ঘর নিষেধ প্রাচীরে অজুহাত জঞ্জাল জমা চারদিকে; অশান্তি আগুন জ্বলে কোটরে কোটরে! বিষবৃক্ষ পুঁতেছে শিকড় বহুদূর, মাটি […]