দেখো রাজা -মমতা শঙ্কর সিনহা (পালধী) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ এতটুকু একটা শব্দ “তোমায় আমি বড্ড ভালোবাসি” এইটুকু শব্দ শোনার কত জন্য মিথ্যা অভিনয় করে চলি তোমার সামনে—রাজা, দেখো আমরা ক্রমাগত খুঁজে চলেছি বাঁচার রসদ,,,,, জীবন প্রতিদিন আমাদের কত না রঙবেরঙের মোহ-মায়ার হাতছানি দিয়ে ডাকছে—- একটু দূরে দাঁড়িয়ে জীবনের রঙ্গমঞ্চের থেকে দেখে চলেছি সেসব, ছোট্ট একটা সেতুর তফাৎ […]