বাবার প্রফুল্ল মুখের আড়ালে -আবুল হাসমত আলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈ বাবার প্রফুল্ল মুখ আমি দেখেছি বারে বারে, সব কাজে আমায় সাহস দিতে দেখেছি তারে। বাবা বোধহয় বীরপুরুষ ভাবতাম আগে, বুঝতাম না বাবার কিসে কষ্ট লাগে। বাবাকে প্রশ্ন করতাম নানান বিষয়ে, বাবা বলত_ জানতে পারবি সব পড়াশোনা করে। কোন কিছু চাইলেই বাবা তা এনে দিত, ভাবতাম কেউ ধনী […]