নীলকষ্ট -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ আজ পহেলা মার্চ, শুক্রবার, ২০২৪ ইং, ছোট মেয়েটা সামাজিকতায়, নিজ পছন্দের নীড়ে পারি জমাল। না বুঝেই আমায় দিয়ে গেল কষ্টের জলাতঙ্ক, নীলকষ্ট, অন্তিমতা। শুধুই অশ্রুধারায় ভেজেনি চোখ, কেঁপেছে হৃদয়ের প্রতিটি ধমনী, প্রবাহিত হয়েছে হৃদয় চিরে ঝর্নার কলতান-কান্নাধ্বনি। কষ্টের এ’গভীরতা কে বোঝে,বাবা বিনে ? নিঃশব্দতা নিরবেই কাতরাবে। রক্তক্ষরণের স্রোত হৃদয়ে […]