শিশির মাখা ভোরের আলো -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞ হেমন্তের সকালে মৃদু মৃদু হালকা বাতাস, ভোরের বেলা ঘাসের উপর শিশির কণা গুলো ভাসে। স্নিগ্ধতা ভরা সকালে বিন্দু বিন্দু শিশির ঝরে। শিশির মাখা ভোরের আলো নক্সীকাঁথার মাঠের ঘাসে, এমন করে যখন রোদ্দুর নামে মন খারাপের গায়ে, শিশির কণা নূপুর জড়িয়ে ধরুক সবুজ পাতার উপর। মাঠের ভিতর হাজার শিশিরের […]