জ্বালাতন -আবুল হাসমত আলী ≈≈≈≈≈≈≈≈≈ ২৫০০ বছর ধরে রাজত্ব করছে ৩৬০০ প্রজাতি তার দলবল নিয়ে। ঘরের কোনে, মাঠে-ঘাটে, ফুটপাতে, হাসপাতলে, নর্দমায়, গুদাম ঘরে। ঝোপে ঝাড়ে, গোয়াল ঘরে, সর্বত্র তার উপস্থিতি নজরে পড়ে। নাকি সুরে গুনগুনিয়ে গান ধরে, কামড় দিয়ে সবাইকে জ্বালাতন করে। জালায় অতিষ্ঠ হয়ে জনগণের ঘুম ছোটে, বাঁচতে যে যার পোশাক পড়ে সূর্য যায় […]