আজ মরলে কাল দুই দিন -সিরাজুল ইসলাম মোল্লা ∞∞∞∞∞∞∞∞ আজ মরলে কাল দুই দিন- কিসের এত আহাজারি করছ কেন যত কাড়াকাড়ি, কিসের এত বাড়াবাড়ি! চোখের জলে ভাসে জীবন, অন্তর্বেদনায় কাঁদে মন, অসহায়-অসময় হাসে মরণ, কেউ নয় গো আপন। সৃষ্টির ফাঁদে সবাই কাঁদে, কারে দোষারোপ কর মন, প্রয়োজনীয়তায় স্বার্থের দুনিয়ায় সবাই দোষী ভুবন। যা কিছু করি […]