কবিতার পাতা ডট কম July 4, 2023

আষাঢ়ের দূত কদম ফুল -অনিল কুমার পাল ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ কদম ফুল আষাঢ়ের আগমন বার্তা জানিয়ে দেয়, ঘনঘরো বর্ষায় গাছে থোকায় থোকায় দোল খায়। কৃষ্ণ কদম্ব ডালে বাঁশি বাজায় মধুর সুরে, মেঘনায় জল আনিতে যাই সখীগন সাথে রাধা সুদূরে। কদম ফুলের সুমধুর ঘ্রাণ মন করে আনচান, আষাঢ়ের বর্ষণ মেঘের গর্জন ঘুমের ঘোরে চনমন। গোলাকার ফুলে দন্ডায়মান পাপড়ি […]

কবিতার পাতা ডট কম July 4, 2023

কান্নার অন্তঃধ্বনি -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ নীরবে নিশিতে একাকী বিমগ্ন জাগরণ, স্মৃতিময় দুঃস্বপ্ন গ্রথিত মননে আমরণ। কান্নার অন্তঃধ্বনি, চির অব্যক্ত ধরণী। হিমবাহ কি তাপদাহে হবে না অনুভূতি, জীবন আজ প্রশ্নাতীত বিস্মিত বিমূর্তি। নিষ্ঠুর মায়াবী পৃথ্বী মানতে কেন ভাবনা, বৃথা এত বিরাগ, এত না মানার যাতনা। সত্যাদি শাশ্বত অম্লান, স্বাভাবিকতা বহমান। শান্তি সুখের পারদ যদি নাই […]

কবিতার পাতা ডট কম July 3, 2023

মূল্যহীন মনোরোগ -বিপ্লব শামীম ∞∞∞∞∞∞∞∞∞∞ চাইলেই কি পাবো দেখা যদিও মন করে হাহাকার! চাইলেই কি হবে কথা নাকি শুধুই অবসরের ভাগার! সময়ের আবর্জনা যখন হয়ে যায় একটু ভাড়ি, পরিচ্ছন্নতার প্রয়োজনে হয়তো কাউকে খুঁজে ফিরি! দেই সঁপে খানিকটা সময় তার অপেক্ষমাণ অব্যস্ত হাতে, ত্তঁচলা কিছুটা হালকা হয় তাতে খানিকটা স্বস্তি লাগে! কার এতো প্রয়োজন আছে ইচ্ছে […]

কবিতার পাতা ডট কম June 27, 2023

নতুন দৃষ্টি -চন্দ্রানী ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ সাত পাকে বাঁধা পড়িনি তোমার সাথে তবু তোমার পুরুষালি বুকে বাঁধা পড়েছি আমি । সাত পা হাটিনি তোমার সাথে , কিন্তু তোমার দৃপ্ত পৌরুষত্বে বাঁধা পড়েছি আমি। সাত বার ঘুরিনি তোমায় ঘিরে , তবু সাতশ বার কেঁপেছি তোমার বাহুডোরে শুভদৃষ্টি তে দেখনি আমার দিকে শুভ খন এসেছে তবু বার বার সাত […]

কবিতার পাতা ডট কম June 27, 2023

আমাকেই খুঁজে পাবে -মোঃ হাসানুজ্জামান ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ আমার কথা খুব বেশি মনে হলে, রাতের আকাশে চোখ মেলে চেয়ে দেখো, নীলিমায় জ্বলে থাকা তারাদের মেলায়, এক পলক দেখার আশায় – আমাকে খুঁজো, দেখবে- সেখানে তারা হয়ে আছি আমি । অমাবস্যার রাতে ঘোর অন্ধকারে, কিছুই দেখতে পাবে না যখন দু চোখে , সেই ঘন অন্ধকারে খুঁজলে আমাকে পাবে। […]

কবিতার পাতা ডট কম June 27, 2023

পাহাড়ি কন্যা -মালা রানী পাল ∞∞∞∞∞∞∞∞∞∞ নামটি আমার ঝুমুর আছে পাহাড়ি কন্যা আমি , নেচে গেয়ে বেড়াই ঘুরে নই তো আমি দামী। সুন্দরী আমি নই দেখতে গায়ের রং কালো , যে যা,বলে বলুক আমায় সাজতে লাগে ভালো । ঝিনুক মালা গলায়,আমার কানে দেই দুল , হাতে দেই রেশমী চুড়ি নাকে নাক ফুল , খোঁপায় লাগাই […]

কবিতার পাতা ডট কম June 26, 2023

মরুভূমির অপেক্ষায় -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ কার্বন ডাই অক্সাইড এর বাড় বাড়ন্ত….!! জরাগ্রস্ত পৃথিবী পৃষ্ঠ অক্সিজেনের অভাব, বৃক্ষ ছেদন জল অপচয় পৃথিবীর মানুষের স্বভাবে, পৃথিবী ধ্বংসের দিকে ক্রমাগত ধায়…!! বুঝেও অবুঝ পৃথিবীর মানুষ নিজের পায়ে নিজেই কুঠার হানে, উগ্র নয়ন ভানুর দেখেও ভয় ডর নাই কারোর মনে! মানুষের ক্রমাগত অবনতি দেখে বৃষ্টিরানী পৃথিবী থেকে […]

কবিতার পাতা ডট কম June 25, 2023

ওরা তিন জনে -শ্যামল কুমার মিশ্র ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ আকাশ জুড়ে আজ মেঘ করেছিল। মেঘের ভেলায় ভেসে একটা রথ এসে নামল তানিয়াদের আঙিনায় রথের মধ্যে ছিল তিনজন– জগন্নাথ,বলরাম আর সুভদ্রা ওরা এসেছে মাটির আঙ্গিনায় তানিয়ার সাথে সারাটা দিন কাটিয়ে ফিরে যাবে ঘরে… কালো মেঘ এসে পিছল করল পথ। জলভরা চোখ দুটো তুলে তানিয়া বলল– ও মেঘ, তুমি […]

কবিতার পাতা ডট কম June 24, 2023

যদি চাই -অভিজিৎ হালদার ∞∞∞∞∞∞∞∞∞∞∞∞ যদি চাই আকাশের মেঘের মতো উড়তে এখানে সমুদ্র ওখানে পাহাড় মরুভূমি সবই যেন জন্মভূমি মানুষের জন্য…. কবিতার জন্য এই আমৃত্যু উপলব্ধি চোখের হিসেবে নক্ষত্র তারা জোনাকির বাতিঘর কোনো আবছায়া প্রেয়সীর মতো লাগে। যদি চাই প্রেমিক হতে ঘাসের শিরদাঁড়ায় দাঁড়িয়ে বিশ্বযুদ্ধ পার করতে আমরা সবে নীল বাংলার নাগরিক স্বপ্নভরা হৃদয় বয়ে […]

কবিতার পাতা ডট কম June 24, 2023

কিশোরী -বিমান বিশ্বাস ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ হাসি মাখা মুখ জোছনার ফুলঝুরি আজও পরিচয় করায় বেঁচে আছে রাত,অতীতের ছুটোছুটি। যখন ছিলো অষ্টাদশী দিনের আকাশ জুড়ে,বারান্দার কার্ণিশে লিখে দিতো বিকেলের গায়ে ফেরার আকুতি। খানিক দূরত্ব শেষে ছোট ভুবনে আবার মুখোমুখি রানওয়ের সেই পাখি। ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ কবি পরিচিতি-  বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।

Popup Builder Wordpress