সুখের পরশ -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼ সুখের পরশ, পেতে অনেক ধৈর্য লাগে, ওই সুখ তো আসে না কভু আগেভাগে। জীবনের ছন্দগুলো, সাজাতে পঙক্তি মালা লাগবে, যেমন করে,ব্যথার আকাশে ওই সন্ধ্যা তারা জাগবে। সুখ যেন সুগভীর অনুরাগের ছোঁয়া প্রেমের নীরব কথা, সুখ, সে ভালোবাসার দীপশিখা সজল সমীরে নীরবতা। দুঃখ বলে সুখ শান্তি খুঁজে নাও আপনার […]