দুই দেশের মাঝে প্রেমের গান -অভিজিৎ হালদার ≈≈≈≈≈≈≈≈≈≈ দুই দেশের সীমানা, রক্তাক্ত অগ্নিশিখা, তবু তোমার চোখে দেখি, স্বপ্নের সুদূর দ্বীপ। যুদ্ধের ধোঁয়া মাখা, এই আকাশের নিচে, আমাদের প্রেমের গান, বাজে নিরবতা ভেদে। তোমার দেশ, আমার দেশ, এখন শত্রু হলেও, আমাদের হৃদয়ের বাঁধন, অটুট রয়ে গেছে। সীমানা পেরিয়ে, আসে তোমার চিঠি, প্রতিটি শব্দে, প্রেমের বার্তা লেখি। […]