তুমি বিনা -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈≈ তুমি বিনা আমি কেমন আছি, জানতে কী ইচ্ছে হয়, কী বলি, আমার পৃথ্বী আমার নেই কেবলি মনে হয়। কোন এক ভোরে অজানা ঝড়ে উড়ে গেছে বহুদূরে, হারানো ভালোবাসাও সংশয়ের গহবরে কেঁদে মরে। তুমি বিনা কাটে না প্রহর আসে না ঘুম দূর ভাবনায়, যদি দেখতে এসে, কেমন আছি আমি শেষ […]