ছুঁয়ে যাবো অতীত স্মৃতি -সত্যজ্যোতি রুদ্র ≅≅≅≅≅≅≅≅≅≅ প্রতিদিনই সূর্য ওঠে, প্রতিদিনই আকাশের নীলাভে মেঘেদের আনাগোনা, মনের মাঝে যে ছবি নিত্য ভাবায় ব্যাকুল বাসনায়, যে ছবি মরমে মরমে রেখাপাত করে অভেদ্য চিন্তাশীলতার স্রোতে, সেখানে ক্রমাগত নুড়িপাথর জমে শেওলার আবরণে তাকে আচ্ছন্ন করে রাখতে পারে না, খরস্রোতে ভাসিয়ে নেয় দূর সীমানায় মননের গতিশীলতায়। ক্রমাগত জীবনের প্রবাহমান ধারায় […]