বেকারত্ব -মানস দেব ∼∼∼∼∼∼∼∼∼∼∼ বেকারের হিসেব হয় না শিক্ষিতের পাতায় , বেকারের হিসেব হয় কেবল কর্মের খাতায় । পাড়ার প্রতিটি মোড়ে মোড়ে বেকারের সারি , কর্মের তীব্রতর অভাবে খোঁজে জীবনের তরী । কেউ বলে , ” নিজের পায়ে দাঁড়াতে ভাজো তেলেভাজা ” , পাড়ায় শত-শত তেলেভাজার দোকানে খদ্দের পেতে দিশেহারা । কেউ বলে , ” […]