জীবনের খেলাঘরে -ইন্দিরা দত্ত ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ অভিশপ্ত মনাকাশে সাঁঝের তরণী ছাড়িতে অবশ্য হবে সাধের ধরণী । জীবনের খেলাঘর নহে চিরস্থায়ী, পৃথিবীর রঙ্গমঞ্চে মোরা পরিযায়ী। ভাগ্যাকাশে ভাগ্য যদি প্রসন্ন না হয়! জীবন তরণী দেখে প্রাণে লাগে ভয়। কুহকিনী আশা জানি তবু তাতে ভাসা, হাসি-কান্না সুখ-দুখ নিয়ে ভবে আসা। ক্ষণিকের খেলাঘরে আসি মোরা সবে, শূন্য হাতে ছাড়ি যাবো,সব […]