কান্নার অন্তঃধ্বনি -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ নীরবে নিশিতে একাকী বিমগ্ন জাগরণ, স্মৃতিময় দুঃস্বপ্ন গ্রথিত মননে আমরণ। কান্নার অন্তঃধ্বনি, চির অব্যক্ত ধরণী। হিমবাহ কি তাপদাহে হবে না অনুভূতি, জীবন আজ প্রশ্নাতীত বিস্মিত বিমূর্তি। নিষ্ঠুর মায়াবী পৃথ্বী মানতে কেন ভাবনা, বৃথা এত বিরাগ, এত না মানার যাতনা। সত্যাদি শাশ্বত অম্লান, স্বাভাবিকতা বহমান। শান্তি সুখের পারদ যদি নাই […]