জঙ্গলে ওরা -পুষ্পিকা সমাদ্দার ≅≅≅≅≅≅≅≅≅≅≅ জঙ্গলের জীবনে সবুজ দেয় হাতছানি, বন্যপ্রাণীর আওয়াজ শোনায় করুণ বাণী। সবুজের ঘেরাটোপে নিস্তব্ধ পরিবেশ, অবলোকনে মনে আসে নিদারুণ আবেশ। শিথিলতা চারিধারে শান্ত এখানে প্রকৃতি, দু-ধারে দাঁড়িয়ে রয়েছে মস্ত মস্ত বনবীথি জীবনের চাহিদা এখানে ওরা মেটাবে কীরূপ, শাল শিমুল মহুয়া এখানে দাঁড়িয়ে নিঃচুপ প্রকৃতি এখানে যে বড়োই মধুময়, জঙ্গলী ফুলের সুরভী […]