আমি কবি হতে আসিনি
– মোঃ আবুল কাসেম
ΞΞΞΞΞΞ
আমি কবি হতে আসিনি,তাহলে!
এ জগতে আমার পদচারণা কেনো?
আমি নিজেও পাইনি এর সদুত্তর।
তবে একটা কথা জেনেছি আমি,
নিজের ভাবাবেগে সমাজের কিছু প্রতিচ্ছবি ,
বৈষম্য আর ত্রুটি-বিচ্যুতির বিরুদ্ধে
লড়ে যাওয়ার উদ্দীপনা নিরন্তর।
আমি কবি হতে আসিনি।
এসেছি আমার লেখনীতে ফুটিয়ে তুলতে
সমাজের বিশৃঙ্খল পরিস্থিতির কথা।
আমার লেখনীতে যদি এ সমাজের
মানুষগুলো একটু উপকৃত হয়।
আমি লিখে যেতে চাই মানুষের কথা
যেখানে স্বার্থের দ্বন্দ্বে তারা অসহায়,
গরীবের মুখের অন্ন যারা কেড়ে নিতে চায়
তাদের কথা লিখে যেতে চাই।
আমার কবিতা হবে ভাষাহীন প্রতিবাদ
যেখানে নেই কোনো স্বার্থের দ্বন্দ্ব,
নেই কোনো অস্ত্রের ঝনঝন শব্দ।
আমার লেখনী হবে নিরন্ন মানুষের
ভাষাহীন আর্তচিৎকার, নিরব বিপ্লব।
আমি কি পারবো? আমার লেখনীতে
ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে?
হয়তো পারবো, হয়তো পারবো না,
তবু্ও আমার কলম চলবে অবিরাম,
কারণ, আমি কবি হতে আসিনি।
ΞΞΞΞΞΞ
কবি পরিচিতি-
কবি মোঃ আবুল কাসেম ১৯৬৭ ইং সনের ৩রা জুলাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করেন।পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সম্মান সহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবন থেকেই বই পড়া ও গানের প্রতি খুব আগ্রহী ছিলেন এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বিভিন্ন দেশী-বিদেশী পত্রিকা ও সাহিত্য পরিষদে লেখালেখি করে প্রায় পাঁচ শতাধিক অনলাইন সম্মাননা অর্জন করেন। একুশে বইমেলা ২০২১ ইং উপলক্ষে কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে।