প্রণয় উপাসনালয়

-মোঃ আমির

♥♥♥♥♥♥♥♥♥

যাহার প্রেম বন্দনায় বিভোর

হিয়া, মুগ্ধ যাহার গানে

সেই তো রহিয়াছে মোর

হৃদ অঙ্গনে প্রতি ধ্যানে।

রোজ প্রতিক্ষণ বাসন্তী পুষ্পে

সাজায় মোর হৃদ মন্দির

আসিবে ফিরে, শত আশা বাঁধে

বক্ষে, সময় হয়না সন্ধির।

কে গো তুমি, ঐ অসীম গগনের

নিশাকর, নাকি প্রভাকর

কেন দর্শনে আসো, স্পর্শের বাহিরে

রও, সারা জনম জনম ভর।

আর কত করিব প্রতীক্ষা

চেয়ে রহিব তোমা পথ পানে

কবে আসিবে তুমি হৃদ মন্দিরে

মিলন হইবে তোমা সনে।

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

আমার নিজের সম্পর্কে বলার তেমন কোন কিছু নেই। চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলায় আমার বেড়ে উঠা। আমার পড়ালেখাও তেমন বেশি কিছু নেই। ২০১১ সালে রংপুর ইউসুফ আলী কলেজ থেকে বি, এ পাস করি। বলার মত আর কোন যোগ্যতা নেই আমার। আমি সবসময় চেয়েছি লক্ষ কোটি মানব হৃদয় জয় করতে। তাদের পাশে দাঁড়াতে। আর সেই লক্ষ্যেই আমার সকল প্রচেষ্টা।

1 thought on “প্রণয় উপাসনালয় -মোঃ আমির

  1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রানপ্রিয় বিচারক মণ্ডলীকে। যারা আমার এই কবিতাটি এইখানে লিপিবদ্ধ করেছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*