কালো ফ্রেমের চশমা

-বিভীষণ মিত্র

⊄⊄⊄⊄⊄⊄⊄⊄⊄⊄

কালো ফ্রেমের চশমাটি খোঁজে নেব সিঁড়ির কোণে,

আমি একটি কালো ফ্রেমের চশমা হব যৌবনে।

হাজারো বঙ্গবন্ধুর চোখে জড়িয়ে রব জীবনে,

স্বাধীনতা রক্ষার মিছিলে যাব বাঙ্গালির সনে।

মৃত্যুর পরে জন্মিব বঙ্গবন্ধু হয়ে লাল সবুজের দেশে,

সোনার বাংলা সাজাতে শুদ্ধ বাঙ্গালির বেশে।

আবার আসব আমি কালো ফ্রেমের চশমা পরে,

সেই জনতার মঞ্চে,সেই বিশাল সমাবেশে

সেই মহা সাগরের চরে।

আসব মহানায়ক কিবা বিশ্বনেতা হয়ে

অন্যায় অত্যাচার দূর্নীতিতে যাবে যখন ভরে।

সন্ত্রাস দূর্নীতি ধর্ষণকারী চাঁদাবাজ হুশিয়ার,

বঙ্গবন্ধু হয়ে আসব ফিরে এ বাংলায় বারবার।

মৃত্যুর স্বাদ পেয়েছি যখন একবার,

সোনার বাংলা সাজিয়ে যাব তবেই এবার।

ছুটে আসবে শান্তিপ্রিয় মানুষ শহর কিবা গ্রাম

উল্লাসে ফেটে উঠবে যখন প্রাণ,

তর্জনী কাঁপানো প্রতিবাদে হব সূর্যের তপ্ত শাসন।

কান ঝাঁঝালো কণ্ঠে ধ্বনিত হবে তখন ভাষণ-

“মনের ভেতর মনুষ্যত্ব জাগিয়ে তোল তোমরা

প্রতিবাদের জয়গানে অন্যায়ের মোকাবিলা কর,

স্বাধীনতা যখন পেয়েছি স্বাধীনতা রক্ষা করব আমরা।

এবারের সংগ্রাম দূর্নীতিবাজের বিরুদ্ধে সংগ্রাম

এবারের সংগ্রাম ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।”

⊄⊄⊄⊄⊄⊄⊄⊄⊄⊄

কবি পরিচিতি-

কবি বিভীষণ মিত্র ১৯৮৯ সালে ৩রা মার্চ কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলায় বরইতলী গ্রামে পিতা স্বর্গীয় চিত্ত রঞ্জন মিত্র এবং মাতা শ্যামা মিত্রের গর্ভে জন্মগ্রহণ করেন। পরিবারের অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর এগিয়ে নিতে পারেননি।ছোটবেলা থেকে লেখার ইচ্ছা লালন করে বড় হন এবং লেখালিখির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেন।কবি অবসরে লিখতে ও বই পড়তে ভালোবাসেন। অনলাইনে লেখালিখির পাশাপাশি তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ ও ম্যাগাজিন বই প্রকাশ পায়।তার মধ্যে উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থ হল মনের অলিন্দে তুমি,অনুভবে নীল জ্যোৎস্না,ভাঙা তরী,মুক্তির শপথ,স্বদেশ,শিশির ভেজা ভোরে, হৃদয়ে আঁকা কাব্য,কৃষ্ণচূড়ার রক্ত ঝরে ভালোবাসার অশ্রুতে, দ্বিভুজ,দুই বাংলার নির্বাচিত কবিতা,শত নক্ষত্রের কাব্য ইত্যাদি।এছাড়া শিশুতোষ যৌথ বই ‘আমরা করব জয়’ বইটিতে দুইটি ছড়াও প্রকাশ পায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*