তাঁরা চেয়েছিল
– উশৈমং মারমা
♦♦♦♦♦♦♦
পশ্চিম পাকিস্তান চেয়েছিল বাঙ্গালীর,
নাম মুছে ফেলতে।
গণহত্যা মধ্যে প্রবেশ করে,
বাঙ্গালী শক্তির থামাতে।
বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ছিল,
পাকিস্তানিদের চরম ব্যাঘাত।
যার পরিপ্রেক্ষিতে নেমেছে চ্যালেঞ্জ,
দিয়েছে অনেক আঘাত।
করেছে হত্যা হাজার হাজার,
নিরীহ বাঙ্গালীর জাতিকে।
আটক করে ২৫শে মার্চ রাতে,
বাঙ্গলার স্থপতি বঙ্গবন্ধুকে।
বাঙ্গালার জাতীয় জীবনে এক,
বেদনাদায়ক কালো অধ্যায়।
বল তো কেমনে ভুলে যায়,
সে দিনের সন্ধ্যায়।
তারা চেয়েছিল বাঙ্গালীর অস্থিত্ব,
প্রাণে মেরে ফেলতে।
কিন্তু বীর সাহসিক বাঙ্গালী জাতি
দেয়নি না হতে।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলাধীন সেপ্রু হেডম্যান পাড়া(২০শে জুলাই,১৯৯৮ খ্রিষ্টাব্দ) এক অতি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-মংক্যউ মারমা, মাতা-নুহ্লাচিং মারমা। তিন ভাইয়ের মধ্যে কবি জ্যেষ্ঠ। কবি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ থেকে আইএ তে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে এরপরে বান্দরবান সরকারি কলেজে এখন ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে বিএ অনার্সে (স্নাতক) অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের স্বেচ্ছাশ্রম প্রদানরত।