করুণা

-রাঙাবেল চাকমা

⇒⇒⇒⇒⇒

আমি এক যাযাবর, নিঃসঙ্গ এক পথচারী

হেটে চলা আমার উদ্যমতার সরল উদ্দীপনা,

হয়তোবা না জেনেই করি অজানা পথে গমন

অনেকেই করুণাবশত দেয় আমারে আলোড়ন।

তবে করুণা পাওয়া একটা অলৌকিক শিহরণ

কেউ কেউ করুণা বিনিময়ে চাই কিছু আভরণ,

আমি নিঃসঙ্গ এক পথচারী, আমার নেই কোনো অলংকরণ

শোভিত করার ইচ্ছে আছে বটেই, কপালে জোটে না ইঁদুরের কপাল।

বটবৃক্ষের নিচে বসে মন প্রাণ জুড়িয়ে করি আহ্লাদিত

বিনিময়ে কিছুই তার জন্য করতে পারিনি হই বিব্রত,

বৃক্ষরাজি সরল মনে দাঁড়িয়ে শোভিত করে প্রাণীকুল

বিনিময়ে কিছুই চাইনি, শুধু তার প্রেমের গন্ধের মুকুল।

করুণা হোক বটবৃক্ষের আলোড়িত পুষ্প মঞ্জুরিপত্র

সুশীতল ছায়া বৃক্ষ কারোর জন্য করে না উপেক্ষা গ্রহ,

বৃক্ষরাজির যে স্নিগ্ধ জড়ানো মৈত্রী, করুণা, মুদিতা,উপেক্ষা, ভাবনায় বিভোর

বৃক্ষরাজির যে অনন্য সুকোমল উপস্থাপন তা ধরণীর বিরল অমরত্বের দৃষ্টান্ত।

⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

কবি : রাঙাবেল চাকমা জন্ম : ১৯৮৯ইং তিনি এসএসসি, এইচ. এস. সি., বি. এ.(অনার্স) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এম. এ. ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

12.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*