কবিতা
-সুজন দাশ
↔↔↔↔↔
কবিতা মানেই শব্দের মালা
উপমার কারুকাজ,
অন্তর খুঁড়ে মনের তুলিতে
শিল্প ছোঁয়ার ঝাঁজ।
কবিতা মানেই বিনি সুতো মালা
চেতনার তারে গাথা,
কল্পনা ছুঁয়ে আল্পনা আঁকা
জীবনের খেরোখাতা।
কবিতা মানেই কাব্যের স্রোত
মন পবনের নাও,
ইচ্ছে ডানার ফিনিক্স পাখি
যেথা খুশি উড়ে যাও।
কবিতা মানেই ভাবের সমাধি
মননের মাঠে চাষ,
হৃদয় কাননে শব্দের ফুলে
বিমূর্ত ক্যানভাস।
কবিতা মানেই সময়ের ছবি
সময়ের ফ্রেমে রাখা,
বিমুগ্ধচিতে অমৃতময়
প্রেরণার ছবি আঁকা।
↔↔↔↔↔
কবি পরিচিতি-
জন্ম-১৯৭০ ইংরেজী সালের একুশে এপ্রিল। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তরভুর্ষি গ্রামে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম দুলাল চন্দ্র দাশ এবং মাতার নাম নমিতা দাশ।তার পিতা শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন স্ব-নামধন্য শিক্ষক ছিলেন।তার মাতা ও একজন উচ্চ শিক্ষিতা বিদুষী মহিলা।তার মাতামহ ছিলেন চট্টলার প্রখ্যাত কবিয়াল শশাংক মোহন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার আশুতোষ সরকারী কলেজ হতে ১৯৯১ ইং সনে বি .এস.সি পাশ করেন। ছাত্রজীবন থেকে লেখালেখি করেন।চট্টগ্রাম হতে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক আজাদী সহ বিভিন্ন দৈনিকে তিনি নিয়মিত লেখেন।এছাড়া ও বিভিন্ন সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিনে তার বহু লেখা প্রকাশিত হয়েছে।বর্তমানে বাংলাদেশ ও ভারতের অনলাইন ভিত্তিক বিভিন্ন পত্রিকায় ও তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা দুইটি।’অন্তর্দৃষ্টি’এবং ‘ক্ষমতার কেন্দ্র’।সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অসংগতি তার লেখার মূল উপজীব্য।