মৃতের শহর নেক্রপলিস

-নুপুর বিশ্বাস

⇐⇐⇐⇐⇐⇐

কোথায় নিশ্চিহ্ন হল-

প্রকৃতির অলৌকিক শুভ জীবনীশক্তি?

কোথায় গেল সেই ছলকে ওঠা

রক্তের বলয়?

শিরা ধমনীতে টগবগিয়ে ফুটতে থাকা

তাজা লাল রক্ত?

কোথায় গেল সেই তারুণ্যের উন্মত্ততা?

সব অসঙ্গতি ভেঙে চুরমার করবার

অপ্রতিরোধ্য প্রবল দাপট?

কোথায় গেল সেই অসীম সাহস?

কোথায় গেল এক লহমায়

বাঁধা-নিষেধের প্রাচীর ভাঙ্গার সৌর্যবীর্য ?

কোথায় গেল হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা

সেই খরস্রোতা নদীর বাঁধ ভাঙ্গা প্লাবন?

কোথায় লুকালো আজ-

প্রবল ঝড়ের রাতে নিকষ কালো অন্ধকারে

বিদ্যুতের ঝলকানিসম তেজ ?

কেন আজ দুমড়েমুচড়ে হাঁটু ভেঙে

অন্ধকারে গুম হয়ে থাকো?

কেন বরণ করেছো পরাজয়ের গ্লানি?

কেন আজ স্বীকার করেছো অসুরের দাসত্ব?

কেন মেনে নিয়েছো পাপের ঘরের বন্দীত্ব?

কেন আজ পরাধীনতার শিকলে

বেঁধেছো নিজেকে আষ্টেপৃষ্ঠে?

কেন আজ জীবন্ত হয়েও

মৃত লাশ হয়ে ঘোরো?

কেন শহরটা আজ মৃতের শহর ?

বহুযুগের কালিমা লেপনে

কেনো পুরো নগরটাই আজ হয়ে গেল

মুখ থুবড়ে পড়ে থাকা এক-

ঘুমন্ত নেক্রপলিস?

⇐⇐⇐⇐⇐⇐

কবি পরিচিতি-

আমি নুপুর বিশ্বাস,ইংরেজি সাহিত্যের প্রভাষক। ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর খালিশপুর খুলনার “পোর্ট কলোনিতে” আমার জন্ম।পিতা “হাজারী লাল বিশ্বাস” এবং মাতা “সুধারানী বিশ্বাস”-এর সর্বকনিষ্ঠা কন্যা আমি। সাহিত্য বরাবরই আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে তাই আজ খণ্ডকালীন অবসরে কবিতার পাতায় নিজের মনের কথা লিখি,অনুভূতির মহাসমুদ্রে অবগাহনে লিপ্ত হই।

2 thoughts on “মৃতের শহর নেক্রপলিস -নুপুর বিশ্বাস

  1. অসাধারণ ও অপূর্ব লেখা, মনের আবেগের, হৃদয়ের অনুভূতিতে লেখা, কবিতা খুব মোহিত হলাম, খুব ভালো লাগলো

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*