মরীচিকা

-শুভ্রজিৎ মণ্ডল

♥♥♥♥♥♥

যে রথের সারথি ছিলে তুমি,

ধ্বংসস্তূপে অগ্নিদগ্ধ সেই রথ।

তাই চলেছো অনেক দূরে…

ছিন্ন করে দুঃস্বপ্নের নিষ্প্রাণ এই রাজপথ।

হয়তো পাবে বলে ধরিত্রীর

আছে যতো অনিন্দ্য সুখ,

হয়তো চেয়েছিলে নীরবে

জীবনের অপূর্ণ ইচ্ছে রাশিতে পূর্ণতা আসুক।

বলো, তবে কি করবে?

সেই অপায়া মানুষ, যে তোমার–

গন্তব্যের পথে রেখে চোখ,

হারিয়েছে জীবনের সব অভিমুখ!

ভেবেছিল যদি কখনো মেলে একটি সুযোগ,

তবে আগত মৃত্যুকে করে পর।

ফিরবে নন্দিত রূপে সহস্র স্বপ্নের ঝুলি নিয়ে,

তোমার অভিসারী পথেই পুনর্বার।

দুজনেই ফিরবে এক অনন্ত রূপকথা নিয়ে,

মুক্ত করে সব সাজানো বিরহের বন্দীদশা।

দিবারাত্রি ঘুরেছে শুধু আলেয়ার পিছু,

মনে নিয়ে কতো লক্ষ্য কোটি মৃত্যু প্রত্যাশা।

ছলনা আজ হয়েছে সত্যি প্রকাশ,

প্রবঞ্চকের জয়ে ক্ষয় হয়েছে বিশ্বাস!

…সরিয়ে জীবনের দায়কে দূরে!

গভীর রাতে অনিদ্রার বিকৃত ঘোরে

কেবল ভুলেই চলেছে আঁধারের মরুপথ,

কোন অজানা নব দিগন্তের সুরে!

প্রাণনাশী গোলক ধাঁধায় যখন পুষ্করিণী বলে

মরিচীকা খুঁজে ফেরে তৃষ্ণার্ত যাযাবর।

নিশুতির অন্ধকারে তখন আলোর রশ্মি তুমি,

তবু দাওনি একটু আশ্রয় প্রেমকে বাঁচার।

তবে কি সে তুমি নও, হয়তো অন্য কেউ…

যে তার এলোমেলো সৃষ্টির কণায়

ছড়িয়ে বিদ্যুৎ প্রভা,

হবে কোন যুগান্তকারী আলোকবর্তিকা।

না সেই পূর্বের ভ্রান্তি মেনে চলেছে অকাতরে,

প্রেমহীন শুষ্ক মরুর বুকে

আলোর আশা নিয়ে মিলবে শেষে মরীচিকা।

♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

২০১৫ ইং থেকে নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন । শুভ্রজিৎ মণ্ডল কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে গ্রাজুয়েশন শেষ করেছেন। ( ২০১৫ – ২০১৮ শিক্ষাবর্ষ ) । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন। (২০১৮ – ২০২০ শিক্ষাবর্ষ )। বর্তমানে মার্কসীয় দর্শনে গবেষণারত। গ্রাম :–ভাণ্ডারখালী, থানা-হাসনাবাদ,উত্তর ২৪ পরগণা, ৭৪৩৪৩৯, পশ্চিমবঙ্গ, ভারত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*