শঙ্খ ধ্বনি
-শ্যামল কুমার মিশ্র
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
একুশের প্রথম প্রভাতে
আমাদের শঙ্খ মাটিতে লুটিয়ে পড়ল
পাঞ্চজন্যের শব্দ চিরকালের মতো স্তব্ধ হল
রোগশয্যা থেকে আমি চিৎকার করে উঠলাম
তুমি যেও না শঙ্খ, তুমি যেও না
ঐ দেখো তোমার দিকে আজও তাকিয়ে তোমার যমুনাবতী, তোমার বন্দনা
কুচবিহারের ষোড়শী, যাকে ঘিরে তোমার শাণিত তরবারি ঝলসে উঠেছিল:
‘যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে’…
যমুনারা আজো লাঞ্ছিতা, অবহেলিতা
সময়টা শুধু বদলেছে,শাসকের প্রকারভেদ হয়েছে কোচবিহার থেকে হাথরস…
শুধু প্রেক্ষিত বদলে গেছে
তোমার শঙ্খধ্বনি কিন্তু চির অম্লান
অশীতিপর দেহে তবু চির প্রত্যয়ী
শাসকের প্রতাপ-অন্ধতার কাছে তুমি অগ্নিক্ষরা
বয়স তোমায় ক্লান্ত করেনি
নন্দীগ্রাম থেকে কামদুনি
তুমি ছিলে জাতির জাগ্রত বিবেক
পদ্মা গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যায়
দুই বঙ্গের তরঙ্গ মাঝে শঙ্খধ্বনি মিশে মিশে যায়
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
কবি কিনা জানিনা তবে কবিতা পড়ি, সামান্য কিছু লেখার চেষ্টা ও করি। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ছাত্রদের সাথে ত্রিশ বছরের ও বেশী সময় কাটানো। ওদের ছাড়া আমার কোন মূল্য নেই। সবাই যেন ভালো থাকে। লেখা র মধ্যে বাঁচার এক গভীর স্বাদ।