আমি তোমাকে ভালোবাসি না

-মিস্টি অধিকারী( সুপ্রিয়া)

♥♥♥♥♥♥♥

আমি তোমাকে ভালোবাসি না !

তবে সকালে ঘুম থেকে উঠে

সর্বপ্রথম যাকে মনে পরে।

এ ঠোঁট প্রথম যার নামটা বলে,

সে হলো তুমি।

আমি তোমাকে ভালোবাসি না !

তবে আমার হৃদয়ের সবটুকু

জায়গা জুড়ে যে আছে,

সে হলো তুমি,শুধুই তুমি।

আমি তোমাকে ভালোবাসি না!

তবে আমার দুচোখের মাঝে সবসময়

যার মুখটা ভাসতে থাকে,

এক মুহূর্তের জন্য সরাতে পারিনা,

সে হলো তুমি।

আমি তোমাকে ভালোবাসি না,

তবে আমার চিন্তা চেতনার ভিতরে যাকে পাই

মস্তিষ্কে বিলীন হয়ে যে আছে,

যার মুখটা বুকে জড়িয়ে কল্পনায় আদর করি,

সে হলো তুমি।

আমি তোমাকে ভালোবাসি না !

তবে দিনের সকল কাজের ব্যস্ততার মাঝে

যার উপস্থিতি অনুভব করি,

অবচেতনে মনে যার ডাক শুনতে পাই,

সেটা হলো তুমি।

আমি তোমাকে ভালোবাসি না !

তবে সন্ধ্যায় যখন ঠাকুর ঘরে

প্রদীপ জ্বেলে দেই।

ঐ প্রদীপের শিখার মাঝেও শুধু

তোমাকেই দেখতে পাই।

আমি তোমাকে ভালো বাসি না!

তবে যখন রাতে ঘুমতে যাই

দুচোখের পাতা বন্ধ করি

সেখানে যে আসে

হাসিভরা মুখে হাজার গল্প নিয়ে,

সেটাও যে তুমি।

আমি তোমাকে ভালোবাসি না !

তবে জানো যখন আমি

ঘুমের দেশে থাকি

তুমি সেখানেও রাজা হও 

আর আমি রানি।

পরম সুখে আমি ঘুমিয়ে পরি

তোমার বুকে মাথা রেখে

তুমি পরম আদরে

মাথায় হাত বুলিয়ে দাও।

সে ঘুম হয় খুব সুখের খুব শান্তির।

তবুও আমি তোমাকে ভালোবাসি না।

আমার গোটা পৃথিবীটা জুড়েই শুধু তুমি

তোমাকে ঘিরেই সব।

তবুও বলিনি তোমাকে ভালোবাসি।

আমার হৃদয়ের অন্তঃস্থলে তোমার বসবাস

তবুও আমি তোমাকে ভালোবাসি না।

শুরু এবং শেষ কোনো কিছুতেই

কখনোই তোমাকে বলব না !

আমি তোমাকে,

শুধু তোমাকেই ভালো বাসি।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি

মিস্টি অধিকারী সুপ্রিয়া। স্বামী চন্দ্রজীৎ অধিকারী, দুই সন্তানের জননি। কোলকাতা বিরাটি দক্ষিণ প্রতাপ গড় নিমতা স্থায়ী বাসিন্দা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*