নোনা জল কথা
-গৌর গোপাল পাল
⇔⇔⇔⇔⇔⇔
নাইতে নেমে সাগর জলে
ঢেউ লাগে যেই বুকে!
প্রাণ পাখিটা তখন বলে
থাক না ডুবে সুখে!!
কখন ডুবি কখন উঠি
বুঝতে কি আর পারি!
সাগর জলেই লুটোপুটি
হয়রানি হয় ভারী!!
নোনা জলের অমোঘ টানে
হারিয়ে যখন যাই!
বাঁচার আশা তখন প্রাণে
আর থাকে না তাই!
সাগর জলে সাঁতার কাটি
আমরা তবু নিত্য!
সুখে সাগরে জীবন মাটি
প্রফুল্ল হয় চিত্ত!!
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
গৌর গোপাল পাল, পিতা- দুকড়ি পাল,মাতা- ফুলেশ্বরী পাল। জন্মভিটে- গোবিন্দপুর গ্রাম, থানা ও পোষ্ট আপিস- লাভপুর,জেলা- বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারতের স্থায়ী অধিবাসী। জীবনের প্রথম লেখা বীরভূম সাহিত্য পরিষদের মুখপত্র “বীরভূমি”তে প্রথম প্রকাশিত হয়। লিটিলম্যগ ও ছোট বড় পত্র পত্রিকা মিলিয়ে পাঁচশোরও বেশি পত্র পত্রিকাতে লেখা প্রকাশিত হয়েছে। প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক,মাসিক,ত্রৈমাসিক,ষাণ্মাসিক, বার্ষিক সব পত্র পত্রিকাতে ভারতের বিভিন্ন প্রদেশের সাথে একযোগে কলকাতা লণ্ডন, কলকাতা আমেরিকা, এবং বাংলা দেশের বিভিন্ন পত্র পত্রিকাও রয়েছে তার সাথে। ইদানিং দু’চার মাস একটু আধটু ফেসবুক চালাতে শিখে ফ্রান্সের পত্রিকাতেও সসম্মানে লেখা প্রকাশিত হচ্ছে এ ছাড়া ইদানিং ফেসবুকের দৌলতে কয়েক ‘শ ই-মানপত্রও জুটেছে কপালে। আকাশবাণীর গীতিকার, কবিতা ও কথিকা পাঠের সৌভাগ্য যেমন হয়েছে তেমনি ১৯৯১ সালে বিজ্ঞান বিষয়ক গান রচনা করে “পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ” থেকে রাজ্যস্তরে ‘প্রথম’ হওয়ার ‘শিরোপা’ ও ভাঁড়ারে রয়েছে। স্বপ্না চক্রবর্তী, সনজিৎ মণ্ডল, কার্তিকদাস বাউল, শ্রীকুমার চট্টোপাধ্যায়, নিখিল ঘোষ,স্বপন চক্রবর্তী, প্রদীপ্তশঙ্কর মুখোপাধ্যায়, নাজমুল হক, পাপিয়া লোধ, জয়দেব দাস, জয়দীপ রায়, পূর্ণেন্দু দাসসহ শতাধিক শিল্পীরা আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। এইচ.এম.ভি, কিরণ, সাউণ্ড উইং, হিন্দুস্থান রেকর্ড, এস.টি.এম, রাগা, চয়েস ইন্টারন্যাশানল, গাঁথানীসহ বেশ কিছু কোম্পানী আমার লেখা গান বিভিন্ন শিল্পীদের দিয়ে রেকর্ড করে বাজারে চালু করেছেন। পাঁচখানি গ্রন্থও প্রকাশিত হয়েছে।