বৈশাখের ঝড়
-কাজল কুমার রজক
↔↔↔↔↔
আম বাগানে প্রচুর এবার
আম ধরেছে গাছে,
তোমরা সবাই এসো বন্ধু
বৈশাখের ওই মাসে।
ঝড়ের শেষে আম বাগানে
যাবো সবাই মিলে,
আমগুলো সব আনব বাড়ি
বস্তা মোদের দিলে।
এবার সবাই বস্তা নিয়ে
বাড়ি ফিরে যাবো,
কাঁচা লঙ্কা লবণ দিয়ে
মজা করে খাবো ।
কাঁচা আমের গন্ধে সবার
জিভ যে ভিজে জলে,
দিনের বেলায় খেলি সবাই
গাছের ছায়ার তলে ।
কাঁচা আমের ছড়াছড়ি
কালবৈশাখীর ঝড়ে,
আচার দেবে কাঁচা আমের
মায়েরা সব ঘরে ।
মায়ের দেওয়া আমের আচার
বন্ধুদেরকে দিলে,
গরম কালে গাছের তলায়
খেতাম সবাই মিলে।
ছোট্ট বেলার আম কুড়ানো
আজও মনে পড়ে,
কাল বৈশাখী ঝড়টা এলে
থাকি সবাই ঘরে ।
কাল বৈশাখী এলে পড়েই
আমের ক্ষতি করে,
ক্ষতির জন্যই বাজারেতে
আমের অভাব পড়ে ।
পাকা আমের সময় এলে
থলি নাহি ভরে,
আমের মূল্য শুনলে পড়ে
সবার মাথা ধরে ।
বয়স যতই বাড়তে থাকে
স্মৃতি গুলো ভাসে,
মনটা তখন ছটফট করে
বৈশাখ যখন আসে।
↔↔↔↔↔
কবি পরিচিতি-
কাজল কুমার রজক। পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার “কৃষ্ণনগর” শহরের স্থায়ী বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. কম অনার্স করেছি। খুব ছোট বয়স থেকেই কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। আমি একজন সরকারি কর্মচারী, বর্তমানে গ্রাম পঞ্চায়েতে হিসাবরক্ষক সহায়ক পদে কর্মরত।