এইতো হেথায়

-রণজিৎ কুমার দেব

◊◊◊◊◊◊

জানো বিমলা, এই পৃথিবীটা এতো সুন্দর,

আশিতে এসেও জড়িয়ে আছি তা’রি মোহে।

মনে পড়ে ? সেই কবে এসেছিলে

কমলা হয়ে মোর গৃহে ?

যৌবনবতী লজ্জাবতী, চাহিতে আমা’পানে

ভীরু ভীরু চোখে।

শাণিত অস্ত্র নয়, বজ্র নয়, স্নিগ্ধ প্রেমের পুষ্পশর

হানিতে আমার এ পাষাণ বুকে।

রাখিতে পারিনি তোমায় সুরম্য অট্টালিকায়,

পারিনি দিতে সাতনড়ি হার,

তবুও তোমার নিত্য পূজোয় কামনা করিছ আমাকেই

প্রতিবার, লভিতে জনমে জনমে অনিবার।

কত সুন্দর এই পৃথিবীটা আর এই তুমি।

এখনই চাহিনা যেতে জীবন-সীমানা ছাড়িয়ে।

হয়তো তুমি আছো বলেই দুরন্ত কালবৈশাখী

স্তব্ধহয়ে আছে দাঁড়িয়ে।

তুমি আছো, তাইতো এ জীর্ণ কাননে

আজো ফুল ফোটে।

দোঁহেমিলে রচিনু স্বর্গ ছেড়েযেতে মন

চাহেনা যে মোটে।

যমরাজকে বলো আরো ক’টা দিন থাকিতে দূরে।

এসো, শুভ্র কেশ ঘেরা তোমার ওই রাঙা সিঁথি

আরো বেশীকরে রাঙিয়ে দিই সিঁদুরে সিঁদুরে।

◊◊◊◊◊◊

কবি পরিচিতি-

জন্ম : কুমিল্লা, বাংলাদেশ। ১৯৫০ ইং বর্তমানে ভারতীয় নাগরিক। লেখাপড়া : ঈশ্বর পাঠশালা, কুমিল্লা/ ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইস্কুল, শ্রীমঙ্গল (বাংলাদেশ)। প্রি-য়্যুনিভারসিটি করিমগঞ্জ (ভারত) কলেজ থেকে। ১৮ বছর বয়েস থেকেই লেখালেখির শখ; যেমন — ছোট গল্প, রম্যরচনা, কবিতা, গীতিকবিতা (lyrics), প্রবন্ধ ইত্যাদি। প্রকাশনার জন্য কোনও উদ্যোগ নেইনি, তবে স্থানীয় পত্র-পত্রিকায় কিছুটা প্রকাশিত হয়েছিল বহুকাল আগে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে (শিলচর, আসাম, ভারত) চাকুরিরত ছিলাম, বর্তমানে অবসরপ্রাপ্ত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*