ঝড়ের কোপে

-লতিফুল ইসলাম

◊◊◊◊◊◊

ঝড়ের ভয়ে কাঁপছে সবাই

কাঁপছে থরথর

ঘরবাড়ি সব ফেলে থুয়ে

যাচ্ছে আশ্রয়ঘর।

ধান,চাউল আর গরু ছাগল

চলছে নিয়ে কৃষাণ

কেউবা করছে মাইক প্রচার

বাঁচাও সবার প্রাণ।

কত মানুষ, কত পশু

মরছে ঝড়ের কোপে

কত লাশ যে ভেসে আসে

বন বাগানের ঝোপে।

ঝড়ের প্রকোপ থেমে গেলে

আবার নতুন করে

ভাঙাচোরা ঘরবাড়ি সব

নতুন করে গড়ে।

◊◊◊◊◊◊

কবি পরিচিতি-

মোঃ লতিফুল ইসলাম ১৯৭৭ সালের ২১শে জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন এর মহারাজপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত ইন্তাজ আলী ও মাতা ইয়ারন নেছা। বাল্যকাল হতেই কবির লেখালেখির প্রতি খুবই আগ্রহ।তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সমাপ্ত করে বর্তমানে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি কবিতা, ছোটগল্প, ছড়া,রম্যরচনা লেখেন।তাঁর লেখা বর্তমানে বিভিন্ন দৈনিক পত্রিকা ও সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত অনেকগুলি যৌথ কাব্যগ্রন্হ রয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*