ফিরে এসো নজরুল

-চিত্রা বন্দ্যোপাধ্যায়

♦♦♦♦♦♦♦♦

আজ ১১ জ্যৈষ্ঠ

তোমার জন্ম জয়ন্তীতে

তুমি আবার ফিরে এসো

হে নজরুল।

তুমি ফিরে এসো

উঁচু-নিচু,ধনী-দরিদ্র,

কৃষক,শ্রমিকের ও মেহনতী মানুষের মাঝে

যাদের জন্য তুমি সাম্যের গান

গেছিলে প্রত্যুষে ও সাঁঝে।

তুমি ফিরে এসো

অজয়,দামোদরের

তরঙ্গ উচ্ছ্বাসে অন্তত

আর একবার।

রক্ত শিখায় জ্বলন্ত

অগ্নিশ্বাসে।

তুমি ফিরে এসো নজরুল

লেটো গানের উদ্দাম

স্থল ভরে উঠুক প্রাণের আবেগে,

বিদ্রোহী জনতা জীবনের

চঞ্চল হৃদয়াবেগে।

তুমি ফিরে এসো

সৃষ্টির মাঝে রুদ্রের ডমরু

জীর্ণতার প্রথম ফাগুনে

নবজীবনের সাড়া বিদ্রোহীর

প্রতি রক্ত কণায়তো

রয়েছে বিদ্রোহের আগুন।

তুমি ফিরে এসো

প্রথম ‘অগ্নিবীণা’ কাব্যে

প্রথম কবিতা ‘বিদ্রোহী’তে।

তুমি ফিরে এসো

‘ধুমকেতু’,’সাইক্লোন’,’সর্বহারা’

জমিদার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।

তুমি ফিরে এসো

‘বুলবুল’ ,’দোলনচাঁপা’ ‘ঝিলিমিলি’

‘বাঁধনহারা’ ‘,আলেয়া’

অত্যাচারীর খড়গ কৃপাণ

‘ব্যথার দান’ যাব না কখনো ভুলে।

তুমি ফিরে এসো

ফিরে এসো নজরুল এই বাংলায়

প্রতিটি বাঙালির প্রাণে,

জন্মদিনে সাজিয়ে দিলাম

তোমার কবিতা,গানে।

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

আমি চিত্রা বন্দ্যোপাধ্যায় (মুখোপাধ্যায় ).বাড়ি -দুর্গাপুর’ পশ্চিম বর্ধমান ‘পশ্চিমবঙ্গ। পেশায় -রাজ্য সরকারি নার্সিং স্টাফ. কবিতা, অনুগল্প ,গল্প ,সনেট, লিমেরিক, পঞ্চবান ,প্রবন্ধ ,পরমাণু কবিতা লিখি এবং বই পড়তে ভীষন ভালবাসি। আমার কাব্যগ্রন্থ একটি ও যৌথ কাব্যগ্রন্থ পনেরোটি । তাছাড়াও আকাশবাণী থেকে পত্রপাঠ অনুষ্ঠানে আমার পত্র পাঠ করা হয়। বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে লেখালেখিতেও আমি যুক্ত আছি। দূরদর্শনে সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনলাইন বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে সহস্রাধিকেরও অধিক সম্মাননা স্মারক পেয়েছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*