প্রার্থনা
-পঙ্কজ দত্ত
↔↔↔↔↔↔↔
পান পাত্রে বরফের টুকরোদের যাতায়াত,
নিস্তব্ধ রাত্রির বুকে জীবনের জলতরঙ্গ যেন।
অতিমাড়ি তুচ্ছ করে ঈশ্বরের জয়ধ্বনি পৌঁছে দেয় আক্রান্ত
শহরের প্রত্যন্ত কোণে।
যে যেখানে অসুস্থ অসহায়।
যাদের চোখের সামনে আরোগ্যের নির্ধরিত দিন
ক্যালেন্ডারের বাতিল পাতার মত ছিঁড়ে যায়,
উড়ে যায় রোজ, এমনকি আসেনা কখনও।
তাদের সবার আরোগ্য, কুশল আর শান্তি কামনায়
পুনরায় শূণ্যতার খালি ভরে ওঠে কানায় কানায়।
বরফের টুকরোরা সারারাত পায়চারি করে,
শঙ্কিত শহরের অলিগলি, বড় রাস্তায়।
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি:
লেখার বদভ্যেস ছোট বেলা থেকেই। স্কুলে কলেজে এবং তারও পরে সমমনস্ক বন্ধুদের প্রশ্রয়ে ও প্রশস্তিতে চলছিল ভালোই। কিন্ত পরে পরে জীবিকার চাপে সেই কবিজীবনের চর্চা কিছুটা বিঘ্নিত হয়। এখন খানিক টা থিতু হতে আবার পুরনো অভ্যেস একটু মাথা চাড়া দিচ্ছে এই। কলেজের দেওয়াল পত্রিকা “বেদুইন” নামে বেশ সফল ও জনপ্রিয় হয়েছিল। পরে রেজিস্ট্রেশন’র প্রয়োজনে তাকে “আরেক বেদুইন” নামে লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশ করা হয়েছিল বেশ কিছু বছর আর ভাগ্যক্রমে আমিই তার সম্পাদনা করতাম। পরে চাকরি সূত্রে আমি এবং বাকি আরো উদ্যোগী বন্ধুরা একে একে কলকাতা ছেরে যেতে এক সময় সেই পত্রিকা প্রকাশ হওয়া বন্ধ হয়ে যায়। আমার শিশির মঞ্চে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে একসাথে স্বরচিত কবিতা পাঠ করার সুযোগ ই এখন অব্দি ব্যতীত এই অদ্দেক কবিজীবনের সব চেয়ে বড় প্রাপ্তি।