এসো কল্যাণের পথে
-আহছান উল্যাহ
⇒⇒⇒⇒⇒⇒
নামাজে যেতে মধুর সুরে
মুয়াজ্জিনে ডাকে
আযান শুনে ভোর বেলাতে
কে আর শুয়ে থাকে।
ঘুম হতে নামাজ ভালো
উঠো মুমিন ভাই
নামাজ দিয়ে দিনটা শুরু
করতে সবে চাই।
ফরজ দিয়ে করবে শুরু
এশা পড়লে শেষ
জোহর পরে আছর আসে
মাগরিবেতে পেশ।
প্রতিদিনের নামাজ পড়ো
জীবন গড়ো ভবে
মরণ কালে ঘোর নিদানে
ঈমান সাথে রবে।
নামাজ শেষে দু’হাত তুলে
দোয়া করতে বলো
নবীর পথে নূরের সাথে
ধরার মাঝে চলো।
সবাই জানে নামাজ হলো
বেহেস্তের চাবি
সময় মতো পড়ো নামাজ
এই মোদের দাবী।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
আহছান উল্যাহ।১৯৭৯ সালে ফেনী জেলার দাগন ভূইয়া থানার অন্তর্গত সমাস পুর গ্রামে পহেলা জানুয়ার জন্ম গ্রহন করি।তিন ভাই তিন বোনের মধ্যে আমার অবস্থান সবার ছোট। পেশাঃ চাকুর।দুই ছেলে নিয়ে আমার সুখের সংসার।কবিতা আমার প্রাণ।