সেদিন এলো না নীলকণ্ঠ
-অঞ্জনা চক্রবর্তী
⇐⇐⇐⇐⇐
সমুদ্র মন্থনে মত্ত দেব অরি লালসায় রত…
তুমুল তরঙ্গ উঠলো গহ্বরে..
এক এক করে উঠলো ঐরবত, মণী মুক্ত,এমন কি লক্ষ্মী, ত্যাগ দেওয়া কুবেরের কক্ষ —
আনন্দ আকাশে বাতাসে ; ফুল ফল ঐস্বর্য্য কি নেই ধরণীতে
ক্রমে উঠলো গরল… ডাক পড়লো নীলকণ্ঠের…
সেদিন এলো না মহাদেব , তিনিও বড়ো ক্লান্ত, ধ্যানরত…
ছড়িয়ে পড়লো গরল .. নীল পৃথিবী…. নীল ফসল…
ভুগর্ভ কেঁপে উঠলো… ধ্বংস স্থাপত্য…
যেমন মহেঞ্জোদারো হারাপ্পা সভ্যতা… পোড়া মাটির রাজদালান অথবা জমিদারি
জোয়ারদারদের নাচ ঘরের ঝাড় লণ্ঠন , বাগান বাড়ি… মিশরের ধ্বংসের স্তূপে লিপিবদ্ধ ___
ফসিল চারিদিকে … হাড়গোড় মাটি ফুঁড়ে…
তান্ডবের নিশানা ;
তবে কি সেদিন অমৃত কুম্ভর সন্ধানে মানুষ বিষ উগরে দিলো…
ভেঙে ফেললো সৃজনী ক্ষমতা… মরুভূমি,
ডায়নোসরের অবলুপ্তির পথে হাঁটা…!!
⇐⇐⇐⇐⇐
কবি পরিচিতি –
ইংরেজি তে স্নাততকোত্তর হওয়ায় সাহিত্যের প্রতি অনুরাগ শৈশব কাল থেকে |পাশে পেয়েছেন স্কুলের শিক্ষক, বিনীতা দত্ত, উর্মি গাঙ্গুলী, miss দাসগুপ্ত, ফাদার এলেক্সেন্দ্র কে অনুপ্রেরণার আঙ্গিকে |সাথে থেকেছেন প্রযুক্তিবিদ স্বামী সমরেশ ও সন্তান সোমক |শিক্ষকতার সাথে যুক্ত থাকায় গড়ে উঠেছে মূল্যবোধ যা পরিস্ফুটিত কলমে |পাঠক বৃন্দ পূরবী গাঙ্গুলী নবনীতা কুণ্ডু নবকুমার, মুনমুন চ্যাটার্জি আরো অসংখ্য যাদের নাম উল্লেখ করে শেষ করা যাবে না তার লেখার প্রদীপ জ্বালিয়েছেন | সাথে থেকেছে সহ কবি মারুফ, ভাস্কর , অঞ্জনা দেবনাথ.স্মৃতি মল্লিক .. আরো অনেকে যারা প্রতিনিত তাকে ভাঙা কলম জোড়া লাগাতে সাহায্য করে |সকলের আশীর্বাদ তার একমাত্র পাথেয় |