আমি নারী
-রৌগুনে জান্নাত
♦♦♦♦♦
আমি নারী
এটা আমার অহংকার,
এখনি সময় ঘুরে দাঁড়াবার,
আর অনেক কিছু করার,
সমাজে নিজেকে প্রমাণ করার
যে আমরাও পারি
যখন যা দরকার।
কি দরকার অত্যাচার
নিপীড়ন সহ্য করার।
প্রয়োজন হলে যুদ্ধ
করবো বার বার।
প্রশ্নই উঠে না হার মানবার,
ছাড় দিবো না নিজের পাওয়া
বিন্দু পরিমাণ অধিকার।
♦♦♦♦♦
কবি পরিচিতিঃ
নামঃরৌগুনে জান্নাত লেখাপড়াঃমাস্টার্স অধ্যায়নরত (বিষয়ঃ ইতিহাস), পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃ ফাতেমা খাতুন (গৃহিণী) ঠিকানাঃ১৫৩, কালি বাড়ি পুকুর পাড়,মুক্তাগাছা, ময়মনসিংহ। শখঃবই পড়া,গান শুনা,সাইকেল চালানো,গাছ লাগানো।