হিসাব চাইবে

-সব্যসাচী প্রামাণিক

⇒⇒⇒⇒⇒

হাত পেতে থাকা মানুষের ওই ভিড়,

পাষাণের বুক,সেও কেঁদে ওঠে দেখে।

এত অসহায় মানুষের সন্তান ?

তবু তাকে তোরা পদতলে দিস রেখে !

ওই হাত দুটো গড়েছে সিংহাসন,

নেতাদের তরে রেখেছে জীবন বাজি।

সেই হাত আজ ভিক্ষা নিচ্ছে চেয়ে,

শত অপমান-যাতনা ভুলতে রাজি।

বাঁধভাঙা জল ভাসিয়েছে জনপদ,

নিয়ে গেছে ধুয়ে মানুষের অভিমান ।

মানুষ যদিও ভাঙেনি কোনই বাঁধ,

ভোলেনি এখনো মানুষের সম্মান ।

সহিষ্ণুতার সীমাতেই তারা আছে,

এখনো প্রশ্ন তোলেনি বাঁধের তরে।

শত লাঞ্ছণা সইছে এখনো ওরা,

দিচ্ছে সুযোগ,জীবনের বাজি ধরে।

বাঁধ গুলো সব ঠুনকো এতটা কেন?

বুকে হাত রেখে বল রে ভেকের দল !

এ দায় কি তোর ঘাড়েতেই চাপবে না ?

এতো কি সস্তা ওদের অশ্রুজল ?

সারা পৃথিবীতে করোনার উদ্বেগ,

রাজ্যে তেমন কাজের জায়গা নাই।

আছে ভরপুর হিংসা ও হানাহানি,

রাজনীতি জুড়ে দুর্নীতি নেয় ঠাঁই !

গোদের ওপর বিষফোঁড়া হয়ে আসা

ইয়াসের তোড়ে বাঁধভাঙা নোনা জল,

ডুবিয়ে দিয়েছে বসত,আবাদ গুলি

আর মানুষের বুকে চাপা সম্বল !

অট্টালিকায় ওই রাজভোগ তোর

প্রান্তিক জনে গড়েছে আর্ত-দীন !

ওই হাতগুলো,ওই অসহায় মুখ –

হিসাব চাইবে,নিশ্চয় কোনদিন ।

⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

নাম-সব্যসাচী প্রামাণিক, পিতা-হরেরাম প্রামাণিক, মাতা-মিনতী প্রামাণিক, নিবাস-ওয়ার্ড নং-৬, চক্রবর্তী পাড়া, কে.এম.রায়চৌধুরি রোড, বারুইপুর, কলিকাতা-৭০০১৪৪ পেশা-শিক্ষকতা প্রথম কাব্য গ্রন্থ- “মুক্তির কলমে সব্যসাচী”

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*