কৃতজ্ঞ
-আরিফুল ইসলাম সবুজ
⇒⇒⇒⇒⇒
অনেক ডেকেছি তোমায় মোরা
হৃদয়ের আকুতি দিয়ে।
আকুতি গুলো পূর্ণ করো
তোমার নিয়ামত দিয়ে।
আল্লাহর নিয়ামত অনেক দামি
আমরা সবাই জানি।
দুঃখ কষ্টের মাঝে মোরা,
তোমার বাণী মানি।
আল্লাহ তুমি মেহেরবান,
তুমি দয়াময়।
তোমার দয়াতে মোরা করবো
সব দুঃখ কষ্ট জয়।
তোমার প্রতি কৃতজ্ঞ যেন
মোরা সব সময় -ই- রই!
⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
নাম ~ আরিফুল ইসলাম.সবুজ, পিতা ~ মো: ইউনুছ আলী, গ্রাম ~ লক্ষীপুর মিল পাড়া, ওয়াড নং ~ ০৫ (পাঁচ) থানা ~ জীবননগর, পোস্ট ~ জীবননগর, উপজেলা ~ জীবননগর, জেলা ~ চুয়াডাঙ্গা, দেশ ~ বাংলাদেশ