শুকনো গোলাপ

-আবু ওবাইদুল্লা আনসারী

♣♣♣♣♣♣

বর্ষাররাত, নিস্তব্ধ নীরব সবকিছু

,শুধু বৃষ্টির শব্দ,

টিনের ফুটো দিয়ে জল পড়ছে ঘুমহীন শরীরে

কয়েক দিন থেকেই এই ভাবেই অভ্যস্ত হয়ে গেছি,

একটা পঁচা গন্ধ নাকে আসছে,

বৃষ্টিতে ভিজে শুকনো গোলাপ টি পচে গেছে,

স্বপ্নগুলো আজ ক্ষতবিক্ষত,

কোনো এক দুরন্ত চিল তার তীক্ষ্ণ নখর দিয়ে চিরে দিয়েছে,

বিবেকের কাছে আজ আমার ভবিষ্যত্ শীতের দুঃস্বপ্ন ছাড়া কিছুই না,

একই জমা পরে গেলে তুমি রাগ করো বলে,

গোলাপ টি শুকিয়ে গেছে,

তোমাদের আধুনিক ভালোবাসাই আমি বড়ো অসহায়,

একটা উপহার দিতেও পারিনি তোমায়,

কবে থেকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব,

মুখের ভালোবাসা আর কতদিন,

আসলে আমারও ইচ্ছে করে,

তোমার সামনে প্রতিদিন নতুন সাজে যেতে,

তোমার সঙ্গে ঘুরতে,রেস্টুরেন্টে তোমাকে নিয়ে খেতে আরো কত কি,

তোমাকে একটা নীল শাড়ি দিতে,

নীল সারিতে তোমায় খুব সুন্দর দেখায়,

স্বর্গীয় অপ্সরাও হার মানে তোমার সেই সাজে,

এই সব কি ভাবছি আমি,

যার সকালে উঠে মায়ের ছিঁড়ে শাড়িটি চোখে পড়ে,

হুপিং কাশিতে আক্রান্ত বাপের কাশিতে যার ঘুম ভাঙ্গে,

তার কাছে এগুলি স্বপ্নেরও স্বপ্ন,রূপকথা,

প্রেমিক সাজা আমার কাছে আজ বিলাসিতা,প্রেমিক ভাবলেই কোত্থেকে আসা মরুঝরে,

আমার স্বপ্ন গুলুকে বালুচাপা দিয়ে দেয়,

চোরা বালির খোঁজে থাকা আমার ভালোবাসা ঝলসে যায় আমার বাস্তবতার কাছে ,

তোমাকে হারানোর ভয়ে ঘুম আসেনা,

গোলাপটির মত স্বপ্ন গুলিও কেমন জানি,

শুকিয়ে যাচ্ছে- 

♣♣♣♣♣♣

কবি পরিচিতি-

কবি আবু ওবাইদুল্লা আনসারী,ভারতের মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক গ্রামে ২০০১সালে জন্মগ্রহণ করেন।পিতা হুমায়ুন কবীর, মাতা মুনেফা বিবি,বর্তমানে সে প্রাণিবিদ্যা বিষয়ে B.Sc তে পাঠরত,ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা কবিকে ভীষণ ভাবে নাড়া দেয়।বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও সাহিত্যের প্রতি কবি অনুরাগী,কবির মূল রসদ বাস্তব পৃথিবী।

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*