ক্ষুধা

-আদিল উদ্দীন বাবু

⇔⇔⇔⇔⇔

পেটে আমার অনেক ক্ষুধা

পাইনা কিছু খেতে

রাস্তার পাশে যা পেয়েছি

খাই তা পেট পুরে।

অসুস্থ শরীর আমার দেয়না

কেউই কাজ ক্ষুধার জ্বালায়

হারিয়েছি স্বরম লজ্জা লাজ

আত্মীয় স্বজন না-ই কেহ মোর।

নাই যে ছেলে মেয়ে

বউ আমার মইরা গেছে

স্বাধীনতার আগে, ক্ষুধার জ্বালা

কভু আমি সইতে নাহি পারি।

তাই-তো আমি পথের ধারে

করি খাবার খোঁজা খুঁজি।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

নাম-আদিল উদ্দীন বাবু, পিতা মৃত্যু -সাদেকুর রহমান, মাতা – লাল মতি বেগম, জন্ম -২০-১২-১৯৮১

এস,এস,সি,১৯৯৮বেচ, ১২৯৪পূর্ব কদমতলী মেড়াজ নগর কদমতলী ঢাকা ১৩৬২

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*