অবুঝ চাওয়া

-নুপুর বিশ্বাস

♥♥♥♥♥

হৃদয়হীন সম্পর্কের টানাপোড়েনের মাঝে

প্রতিনিয়ত চলে প্রেমহীন মাংসের ফেরি,

বিভাহীন প্রাণ অলিন্দে জন্ম নেয়”আঁধার মরণ কূপ”

তার ভিতরেই অহর্নিশি হাবুডুবু খায় জীবন,

ক্ষণভঙ্গুর অভিযোগের বহর ছোটে অবিরাম,

কিলবিলিয়ে চাগিয়ে ওঠা-

উদ্ভট চিন্তার পোকারা মগজ চিবিয়ে খায়,

বোবা যন্ত্রণায় চাপা আর্তনাদ ছটফটিয়ে মরে,

অসত্যের দাপটে বিভ্রান্ত সত্য হোঁচট খেয়ে

কতোবার হয় রক্তাক্ত,ক্ষত-বিক্ষত!

পলাতক আসামি হয়ে লুকাই মনের অন্তঃপুরে,

স্বগতোক্তি স্বীকারোক্তিতে ফুরায় নির্ঘুম রাত,

ঘুনে ধরা বিবেকের উচ্ছিষ্টাংশটুকু ঝেড়ে ঝুড়ে কুড়িয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি,

শুকনো খরখরে মরুভূমির বুকে খুঁজি জলের দাগ-

সবই মোহ মায়া–!

সবই– মরিচিকার ফাঁদ!

তপ্ত মরুর নগ্ন বুক ভুলেও হয় না’তো সিক্ত-

দুঃখ জাগানিয়া সুখে,

অরক্ষিত প্রতীক্ষার হয় বারংবার মৃত্যু,

ছটফটানির বোবা গোঙ্গানি চলে আমৃত্যু,

আসে না সে ফিরে–

যে একবার যায় চলে-সে বুঝি

কখনই আর আসে না ফিরে,

আমিই শুধু অতীতকে বুকে জড়িয়ে

অবুঝের মত নিষ্পলকে চেয়ে থাকি

অসীম শূন্যতায়-

ঐ দূ-উ-র পথ পানে—।

♥♥♥♥♥

কবি পরিচিতি:-

আমি নুপুর বিশ্বাস। পিতা হাজারী লাল বিশ্বাস এবং মাতা সুধা রানী বিশ্বাসের সর্ব কনিষ্ঠা কন্যা। পিতৃ নিবাস-মনিরামপুর,যশোর। পেশা-ইংরেজি সাহিত্যের প্রভাষক, নেশা- সাহিত্য চর্চা। গান শুনতে ভীষণ ভালোবাসি।নাচ,গান,কবিতা সর্বক্ষেত্রে একটু আধটু বিচরণ আছে। সম্প্রতি অবসরে মনের কথাগুলো একটু আধটু গুছিয়ে লেখার চেষ্টা করছি মাত্র।ব্যাকরণগত ভাবে সেগুলো কবিতা হচ্ছে কি হচ্ছে না সে বিচারে নাই বা গেলাম, লিখতে ভালো লাগছে,পাঠক অনুপ্রাণিত করছে । এই খুশিটাই অনেক পাওয়া,বর্তমান অবস্থা সম্পর্কে একটা কথাই বলবো-“কবিতায় বাঁচি।

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*