একটা কবিতা চাই

-মৃত্যুঞ্জয় সরকার

⊗⊗⊗⊗⊗

এমন একটা কবিতা চাই
শুনা মাত্রই হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে,
সমস্ত অসামন্যতা মুছে শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়ায়
ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠে,সমস্ত অহমিকা ঝেড়ে ফেলে হয়ে যায় নির্ভীক,
আবাদ করি নতুন সকাল
প্রান্তিক জীবনের বঞ্চনা মুছে সৃষ্টি করি সবুজতার।
এমন একটা কবিতা চাই
বজ্রের ভয়ঙ্কর শব্দ ভেদ করে কালো মেঘ,
শীতল বৃষ্টি হয়ে ঝরে মুছে দিক রুক্ষশুষ্ক হৃদয় অভিমান
ফুড়ফুড়ে বাতাস প্রেম হিল্লোলে ঝড় তুলুক,
কুলষিত বিকৃত লোভী মন ভেঙে হোক খান খান
পাখির কূজনে শুরু হোক দিন বদলের গান
হাতে হাত মিলে এগিয়ে চলুক সম্প্রীতির মানব বন্ধন।
সৃষ্টি হোক মুক্ত হাসি খুশি উদার জীবন
সৃষ্টি হোক প্রকৃত মানবিক উষ্ণায়ণ,
সৃষ্টি হোক সোনালী ধান শীষে সভ্যতা বিকাশ
সৃষ্টি হোক জীবন মূল্যবোধ।
এমন একটি কবিতা চাই
বুকের পাঁজরে লেপ্টে থাকে জীবন বিশ্বাস
নিষ্ঠুর ভয়ঙ্কর শাসকের ঘুম কেড়ে নেই
রাস্তার মোড়ে দাঁড়িয়ে উলঙ্গ শিশু তীব্র যন্ত্রণা ভূলে বিজয় উল্লাসে চিৎকার করে বলুক এই তো স্বাধীনতা,
আমরাই রাজা, আমরাই শেষ কথা
এমন একটা কবিতা লেখো
শোনা মাত্র বিশুদ্ধ মনের মানুষ হয়ে উঠি..
একটি কবিতা চাই
শুধু একটি জীবনমুখী কবিতা।

⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি :

জন্ম পশ্চিমবঙ্গের অধুনা পূর্ব বর্ধমান জেলায় বাহির সর্বমঙ্গলা পড়ায় ১৯৬৭ সালে। মেধাবী ছাত্র। চরম দারিদ্রতা নিয়ে জীবন শুরু। মাঝে মাঝেই পড়াশুনায় ছেদ পড়ে। স্নাতক। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকায় দীর্ঘ সময় লেখালেখি করেন আবারও বন্ধ করে দেন। বর্ধমান লোকাল ও রবীক্রান্তির সহ সম্পাদক হিসেবে সাহিত্য জীবন শুরু। আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা,বিতর্ক, নাটক ইত্যাদি বিষয়ে জেলা ও রাজ্যস্তরে বহু পুরস্কার পেয়েছেন. এক সময় আকাশবাণী (কোলকাতা) অনুষ্ঠান করতেন। টিভি মিডিয়াতেও কিছুদিন অভিনয় করেন। দুঃখ ও যন্ত্রণা জীবনকে বেরঙিন করে তুলে তবুও আস্থা রেখে এগিয়ে যান। বর্তমানে নান্দুর গ্রামে বসবাস করেন সপরিবারে।
প্রকাশিত কাব্যগ্রন্থ :হৃদকথন কাব্য,শব্দের খড়কুটো, প্রেম ও কাব্য, নষ্ট মনের উপখ্যান
—————————–
প্রকাশিত শিশুতোষ কাব্য :
ক্ষেন্তিপিসি, পাগলু খুড়োর লম্ফোঝম্ফো
———————————-
প্রকাশিত উপন্যাস : ঘূণ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*