টুঙ্গিপাড়ার সেই ছেলেটি

-আব্দুল হামিদ সরকার

♦♦♦♦♦♦

লিকলিকে একটি ছেলে টুঙ্গিপাড়ায় হাঁটত,
এক চিলতে হাসি দিয়ে সবাইকে ভালবাসত।
লাল সবুজের কেতন হাতে, মাথা উঁচিয়ে চলত,
দুগ্ধ হাতে মা সদা খোকা বলে ডাকত।
হস্তে তার যাদুর বাঁশি মাথার কেশ কালো,
সাম্য, মৈত্রী, উদারতার মানবদরদী আলো।
বর্ণমালার পুঁথি হাতে চলত সদা পাঠশালায়,
ছন্নহারা শিশুর মাঝে সাহায্যের হাত বাড়ায়।
মাথার ছাতা, গায়ের চাদর, বিলিয়ে দিত তাই,
বলত সবাই একি ছেলে দ্বিতীয় হাতেম তাই।
বাংলার মাটি, আকাশ বাদল, প্রিয় সূর্যের মুখ, প্রতিবাদী কন্ঠ তার, ঘুচাবে বাংলার দুখ।
শোষণ মুক্ত বাংলার প্রত্যয়, সবুজ শ্যামল ছায়া,
বক্ষে তার উছলে পড়া, দেশের জন্য মায়া।
ভীনদেশীদের হাত থেকে মুক্তির দিল ডাক,
লক্ষ প্রাণের বিনিময়ে, উড়ল পায়ড়ার ঝাঁক।
মধুমতির তীরে বলত, শিকল ভাঙার গান,
তিনি মোদের জাতির জনক, শেখ মুজিবুর রহমান।

♦♦♦♦♦♦

কবি পরিচিতি-
জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
শিক্ষা:-তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪ সালে এম.এস.এস রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রী লাভ করেন।
সাহিত্য চর্চা:- তিনি একাধারে কবি, প্রাবন্ধিক উপন্যাসিক। তিনি অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ মতিহার ক্যাম্পাস ও রেল স্টেশনে বসে তিনি অধিকাংশ কবিতা/ছড়া রচনা করেছেন।
লেখা-লেখি:- তার প্রকাশিত গ্রন্থগুলো হল “স্মৃতির দোলনা” (আত্মজীবনীমুলক) (২০১৪) ১ম গ্রন্থ, “প্রেমের সুনামী” (২০১৫) ২য় গ্রন্থ, “ভালবাসার রংধনু” (২০১৬) ৩য় গ্রন্থ, “মধ্যরাতের হাসি” (কিশোর ছড়াকাব্য) (২০১৭) চতুর্থ গ্রন্থ, “দূর আকাশের নীহারিকা” (২০১৮) পঞ্চম গ্রন্থ, ও “রক্ত কাজল” (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) (২০২০) ৬ষ্ঠ গ্রন্থ।
পেশা:- তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন নারী শিক্ষা উন্নয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, একজন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*