রথের মেলায় যাই

-শামসুন নাহার

⇒⇒⇒⇒⇒⇒

চলনা সখী রথের মেলায় যাই
আমের ভেঁপু বাঁশি দিবো,
কলাফুলের মালা দিব গলাতে জড়াই।
নেচে নেচে হেলেদুলে,
আমরা দুজন মিলেমিশে
চলনা গান গাইতে গাইতে যাই।
শ্যামল সুরেশ,গীতা মিতা
যাচ্ছে ওরাও মেলায়।
চলনা সখী খাওয়াবোনে তক্তি আর মেঠাই!
তালের পাখা কাঁধে লয়ে
মেলার পানে চলছে হেঁকে পরেশ দাদাভাই।
নাম গান গাইতে গাইতে শরীরে শক্তি নাই।
বর্ষাকালে রথের মেলা
যেতেযেতে যায় যে বেলা।
কি অপরূপ,হিজল ডালে স্বর্নলতা আছেরে জড়াই!
সেথায় বেঁচে বেতের ঝুড়ি
মুড়কি মুড়ি, শীতল পাটি।
আরো বেচে,মাটির পুতলা, হাঁড়িপাতিল খুন্তি ও কড়াই।
মাসী পিসি যাচ্ছে মেলায়,
বিল পাড়ি দেয় কলার ভেলায়।
কিনবে তারা আলতা চুড়ি,
বলনা সখি তোর জন্য কিকি জিনিষ চাই?
হরেক রকম বাদ্য বাজনা চলছে কলের গানে।
তোর আশাতে চেয়ে তোর মুখপানে।
একটু পরেই রথের রশি ভক্তরা টানবেরে সবাই।
যাবি কিনা বল,করিস শুধু ছল।
আয়না সখী সন্ধ্যের আগেই
ফিরবো বাড়ি তোরে, নৌকাতে চড়াই!

⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচয়ঃ আমি শামসুন নাহার। বয়সঃ৫/১১/১৯৭০ শিক্ষাগত যোগ্যতাঃবিএ পাশ, গৃহিনী। স্বামীঃ অবসর প্রাপ্ত চীফ ইন্জিনিয়ার,মাহবুব মুনীর। বি,এ ডি,সি। তিন ছেলে। আমি ছোটবেলা থেকে লেখা পড়ার পাশাপাশি লেখা লেখি করি।
আজ ফেইসবুক প্রযুক্তি আমাকে লেখার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন গ্রুপে লিখি,মনে শান্তি পাই। আমার বাড়ি বিক্রমপুর।
থাকি ঢাকাতে।আমি গান শুনতে বই পড়তে ভালবাসি। প্রকৃতির ছবি তুলতে ভালবাসি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*