আমার রাজ্য তোমার রাজ্য
-মোঃ জাবের মীর
⇔⇔⇔⇔⇔⇔
অপ্সরী বেশে যখন তোমার রাজ্যে তুমি,
আমার রাজ্যে তখন ধূসর মরুভূমি।
অলঙ্কারে আচ্ছাদিত তোমার রূপের বাহার,
আমার রাজ্যে তখন বেজায় হাহাকার।
সৌন্দর্যের মোড়কে তুমি সুকৌমার্যের রাণী,
আমার ললাটে তখন ভবিতব্যের বাণী।
কাজল নেত্রে যখন তাকাও বারবার,
আমার সম্মুখে তখন সহস্র কাঁটাতার।
তোমার রয়েছে দিগন্তহীন ঘন কৃষ্ণ কেশ,
আমার তখন আচ্ছন্ন হিয়ার উন্মাদী আবেশ।
তোমার রাজ্যে জ্যোতির্ময় আলোকসজ্জা,
আমার তখন ভস্মিত প্রতি অস্থিমজ্জা।
যখন তুমি তোমার রাজ্যে গাইতে বেশামাল,
আমার রাজ্যে ঠিক তখনি ভয়ানক হরতাল।
যখন তুমি পরীর বেশে নৃত্যে মশগুল,
তখন আমি নিঃস্ব অতি হারিয়ে সবকূল।
তোমার যখন পুষ্প ঝরা হাসিমাখা মুখ,
আমি তখন খুঁজে ফিরি একমুঠো সুখ।
তোমার রাজ্য পুষ্পরঙিন আর ভালোবাসায় ঘেরা,
আমার রাজ্য কন্টকাকীর্ণ আর ভালোবাসাহীন ডেরা।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ- কবি মোঃ জাবের মীর, তিনি ২০০০ সালের ৪ মার্চ, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ছোলায়মান মীর,মাতা মোসাঃ হোসনেয়ারা বেগম। তিনি ২০১৯ সালে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা থেকে অালিম পাশ করে ঐ মাদ্রাসায় ফাযিলে অধ্যায়নরত এবং শরণখোলা সরকারি কলেজে (সমাজবিজ্ঞান) বিভাগ নিয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যায়নরত আছেন।
ছোট বেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী ছিলেন। ইতিমধ্যে তার “পাখিদের গান,শতবর্ষের চেতনায় বঙ্গবন্ধু ও জীবনের হাতছানি” শীর্ষক যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে বেশকিছু সম্মাননা অর্জন করেছেন এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হচ্ছে। বর্তমানে তার লেখালেখি অব্যাহত রয়েছে।