সেই মানুষটা কোথায়!

-চিন্ময় বিশ্বাস

⊗⊗⊗⊗⊗⊗

আমি দেখেছি–

সভ্যতা সংস্কৃতির বাঁধন ছিঁড়ে সেই কবে

সময় মিশে গেছে আমৃত্যু নগ্নতায়,

ধ্বংসের গহীন গাঢ় অন্ধকারে সেই কবে

শুরু হয়েছে পৃথিবী আর অপরাধের

অস্থির আলাপন,

প্রতিনিয়ত বেড়েছে তার গোপনীয়তা,

আমি তখন ভিক্ষে করি,

আমি একাই দুর্ভিক্ষে মরি,

একাই ধরি হাল–

যেখানে কোনোদিন নামে নি বৃষ্টি,

মাটি পায় নি উর্বরতা!

চিঁড় ধরা আকাশ– আসন্ন ভাঙন পর্বে

নির্বাক চোখে চেয়ে দেখে–

পৃথিবী জুড়ে অসংখ্য ছোট্ট কুঠুরি,

প্রতি সীমান্তে ভেদাভেদ,

বেঁচে থাকার পটভূমি–

শুকনো খটখটে মরুভূমি,

আমি সেই মানুষটাকে খুঁজছি,

যে যেতে পারে একাই তীব্র সংঘাতে,

যে একাই দুস্তর পারাবারে,

একাই রাখতে পারে চোখে চোখ,

এক সংস্কৃতির বাঁধনে বাঁধতে পারে

গোটা বিশ্বকে।

⊗⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি–

চিন্ময় বিশ্বাস, পিতা– শ্রী বাবলু বিশ্বাস , মাতা– শ্রীমতী দিপা বিশ্বাস, জন্ম– ১৪/১১/১৯৮৯, জন্ম স্থান- আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শিক্ষা, রবিকান্ত উচ্চ বিদ্যালয় থেকে মধ্য শিক্ষা, আলিপুরদুয়ার উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা এবং বিবেকানন্দ কলেজ থেকে স্নাতক। লেখালেখির প্রতি আকর্ষণ সেই কলেজ জীবন থেকেই, সম্প্রতি দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে,”সব লিখে রাখা হবে” আর “খড়কুটো”। তাছাড়া বেশ কিছু পত্রিকায় দৈনিক সাহিত্য চর্চায় নিযুক্ত।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*