যদি না ভাঙতে পারো
-রবীন্দ্র নাথ ঘোষ
⇔⇔⇔⇔⇔⇔
যদি না ভাঙতে পারো-
মরচে ধরা বোধের দরজার খিল!
হন্যে হয়ে বৃথাই খোঁজা
কবিতার সুষম অন্ত্যমিল।
জীবনের প্রতিটি পদক্ষেপে
পারবে কি হতে শামিল?
যদি না ভাঙতে পারো-
অহংকার আর ইগোর পাহাড়!
বৃথাই তোমার রূপের বাহার।
পারবে কি জয় করতে তুমি
হৃদয় তাহার?
যদি না ভাঙতে পারো-
সংকীর্ণতার ধূসর পাঁচিল!
প্রহসনে বদলে যাবে
ঐকতার বিশাল মিছিল।
মনুষ্যত্ব মুহূর্তে হবে
পথের ধুলায় বিলীন!
যদি না ভাঙতে পারো-
অনাবশ্যক ধ্যান-ধারণার কালচে পাথর!
বহুকাল ধরে জড়িয়ে থাকা
দুর্গন্ধযুক্ত স্মৃতির চাদর,
মানবে কবে সময়ের দাবি
যদিও পরিবর্তন অবশ্যম্ভাবী।
যদি না ভাঙতে পারো-
দুর্নীতিবাজের শক্ত ঘাঁটি!
কেউ কালো টাকায় গড়বে মহল
আবার কেউ হারাবে ভিটেমাটি।
নেতৃত্বের দায়বদ্ধতা
যেদিন তুমি ভুলবে-
ভুখা দাঁতে মানুষ তোমার
মুখের বাণী ছিঁড়বে!
কোথায় পালাবে তুমি?
বিবেক তোমায় ঘিরবে।
সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর
যদি না ভাঙতে পারো!
বিশ্বশান্তির স্বপ্ন দেখা
তাহলে তুমি ছাড়ো।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
কবি-রবীন্দ্র নাথ ঘোষ , গ্রাম- গদাইপুর, পোস্ট- ফতেপুর, জেলা- পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। অনেকগুলো যৌথ কবিতা সংকলন ছাড়াও বিগত এক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে এক হাজারেরও বেশি সনদ সম্মাননা অর্জন।