পণপ্রথা

-অনিতা মুদি

⇒⇒⇒⇒⇒⇒

পণপ্রথা এই সুন্দর পৃথিবীতে এক অভিশাপ,

বুদ্ধিহীন মানব সমাজ ভাবেনি এটা পূণ্য কি পাপ ?

পুরুষ শাসিত সমাজে এতে যে এক বিষম সংকট,

এই লজ্জা কোথায় রাখবে লোভী মানব ?

গরীব ঘরের মাতা-পিতা ভেবে মাথার চুল ওঠে,

পণের যৌতুক যোগাড়ে এখানে ওখানে ছোটে।

রাতের ঘুম আর দিনের শ্রম তাহার শত দুঃখ

কতটা সন্তাপ সইতে হয়, হয়ে সন্ত্রস্ত ।

কোনো কন্যার পিতা মাতা যদি যৌতুক দিতে না পারে,

ফুটফুটে ঐ নববধূর সুখ স্বপ্ন যায় যৌতুকের তরে।

অবশেষে অপমান লাঞ্ছনা আর বধূ নির্যাতন,

এই মানব সমাজে অঝোরে ঝরে কত নারীর জীবন।

এই ভাবে যে কত মানুষ পথে পথে করে ভিক্ষা

তবু,এই মানব সমাজের হয়নি কোনো শিক্ষা ।

তাই আজ বিনতি করি মানব সমাজের কাছে

এবার কার্যকরী আন্দোলন করো রহিও না কেউ পিছে।

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি :

আমি অনিতা মুদি । আমার পিতা- সাধন মুদি ও মাতা মমতা মুদি । আমাদের নিজস্ব বাড়ি আদ্রার কালিকেন্দ নামক গ্রামে । কিন্তু বর্তমানে আমরা সাওতালডি নামক জায়গাতে বসবাস করছি । আমার জন্ম ২৫ -ই জানুয়ারি ১৯৯৮ সালে । কবিতা লিখতে ও পড়তে খুবই ভালো লাগে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*