শব্দের জমিদার

-রবীন্দ্র নাথ ঘোষ

♦♦♦♦♦♦♦♦

কেউবা ভাবে লেখার জগত

নিজস্ব তার জমিদারি,

অভিধানের শব্দ যত

তারই একার দখলদারি!

কেউ অধিক মূল্য যখনই পায়

আকাঙ্ক্ষা তার বেড়ে যায়,

মনে মনে তখনি সে-

সবাইকে সস্তা ভাবতে চায়!

গাছের খাবে তলারও চাই

কিছুই নাকি ছাড়বে না,

এমনও দিন আসতে পারে

ভেক ধরে ভিখ মিলবে না!

একে তাকে দিচ্ছ কামড়

বেশিদিন এসব চলবে না,

পাল্টা যেদিন খাবে ছোবল

জ্বলন সইতে পারবেনা!

সময় থাকতে শুধরে নাও

গোয়ার্তুমি আর করো না,

কখন শূন্যে মিলিয়ে যাবে

হিসেবেই কেউ রাখবে না!

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি:

কবি রবীন্দ্র নাথ ঘোষ, গ্রাম- গদাইপুর, পোস্ট- ফতেপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। অনেকগুলো যৌথ কবিতা সংকলন ছাড়াও, বিগত এক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা,ও ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে এগারো শত-র বেশি সনদ সম্মাননা অর্জন। লেখার মূল স্তম্ভ,প্রতিবাদী ভাবনা ও বৈপরীত্যের টানাপোড়েন।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*