দিগ্বিজয়ী বীর তুমি

-আবুল হাসমত আলী

⇒⇒⇒⇒⇒⇒⇒

যোগ্যতমের উদ্বর্তন এই ধরাতে, ডারউইনবাদ বলে;

জীবকুলের অনন্ত সৃষ্টিতে, মানুষ এসেছে শেষকালে।

মানুষের অপত্য সৃষ্টিতে, ৪০ কোটি কীটের গমন;

এক সুনির্দিষ্ট পথে, জৈবিক পদ্ধতিতে, করে বিচরণ।

যোগ্যতম এক ও অদ্বিতীয়, ভেদ করে জৈব গোলক;

ধরিত্রী এভাবেই সৃষ্টিকর্তার ইঙ্গিতে, মানবের ধারক।

সেই আদিম কাল হতে, ধরাতে এভাবেই আমরা এসেছি;

যুগে যুগে আমরা মানব জাতির স্রোত অক্ষুন্ন রেখেছি।

কিন্তু যোগ্যতম কীটের হয় প্রবেশ, ডিমের ভিতর;

পরে ডিমকে নিষিক্ত করে, যাত্রা হয় মানবের।

এই ধরাতে এসেও নাই স্বস্তি, থাকতে হয় সর্বদা ব্যস্ত;

সুফল ভোগ করে এখানে, সে যে বেশি কাজে হয় অভ্যস্ত।

না হলে পরাজিত সৈনিকের মতো, হারিয়ে যেতে হয়;

অসীম এক শীতলতার মাঝে, তার অস্তিত্ব লোপ পায়।

৪০ কোটির মধ্যে তুমি, হয়েছিলে বিজয়ী বলে ঘোষিত;

তখন তোমার ছিল না জ্ঞান, ছিল না তোমার মস্তিষ্ক।

তখন তোমার ছিলনা কোন আত্মীয়, ছিলনা সাহায্যকারী;

সেদিনও তুমি টিকে ছিলে, সেদিনও হওনি পশ্চাদগামী।

আজ তুমি উন্নত মস্তিষ্কের অধিকারী, কেন বৃথা চিন্তা?

রয়েছে তোমার সাহায্যকারী, তাহলে কেন হীনমন্যতা?

সীমার মাঝে অসীম তুমি, দিগ্বিজয়ী বীর তুমি;

তোমার আন্তরিক প্রয়াসে এই ধরা হোক পবিত্র ভূমি।

⇒⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি:

আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা। আমার জন্ম ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি। পিতা শেখ আতর আলী একজন কৃষিজীবী। আমি পেশায় একজন গৃহশিক্ষক। আমি মানবপ্রেমী ও প্রকৃতি প্রেমিক। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। আমি বই পড়তে ভালবাসি। সেই সঙ্গে একটু আধটু লেখালেখির চর্চা করি। একটা শোষণমুক্ত স্বচ্ছ সমাজের আমি প্রত্যাশী।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*